বাংলাদেশি হিন্দুদের ভারতে ঠাঁই ও ভোটাধিকার দিতে হবে: মোদি

Modi
আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা:
বাংলাদেশ থেকে যেসব হিন্দুরা ভারতে চলে যেতে বাধ্য হয়েছে তাদের ভারতের মাটিতে ঠাঁই দেয়া এবং ভোটাধিকার দেয়ার দাবি জানিয়েছেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা ও প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদি। শনিবার আসামের শিলচরের রামনগরে এক জনসভায় তিনি এই দাবি জানান।
 
মোদি জানান, বিজেপি ক্ষমতায় এলে বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জন্য শরণার্থী শিবির খেলা হবে। তিনি বলেন, ‘বিভিন্ন দেশে হিন্দুরা যেভাবে অত্যাচারিত হচ্ছেন তার দায় এড়িয়ে যাওয়া যাবে না। সেই সব হিন্দুরা কোথায় যাবে? ভারতই তাদের একমাত্র মাথা গোঁজার ঠাই। আমাদেরকেই ওদের জায়গা করে দিতে হবে।’
 
মোদি আরো বলেন, ‘একসময় যখন পাকিস্তান থেকে হিন্দুরা গুজরাট এবং রাজস্থানে ঢুকে পড়েছিল তখন বাজপায়ি সরকার তাদের আশ্রয় দিয়েছিল।’
 
মোদি অভিযোগ করেন, ‘আসাম সরকার তাদের ভোট ব্যাংকের কথা মাথায় রেখে বাংলাদেশি হিন্দুদের ওপর নির্যাতন চালাচ্ছে এবং মানবাধিকার লঙ্ঘন করছে।’
Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন