বাইডেনকে উৎখাত করতে চান মার্কিন সামরিক কর্মকর্তারা

fec-image

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সরকারকে কয়েক ডজন মার্কিন সেনা কর্মকর্তা উৎখাত করতে চান বলে দাবি করা হয়েছে পেন্টাগনের একটি প্রতিবেদনে।

ওই প্রতিবেদনে আরো সতর্ক করা হয়েছে, গাজার যুদ্ধে ইসরায়েলের প্রতি সমর্থনের কারণে যুক্তরাষ্ট্রে বাইডেন বিরোধী মনোভাব দিন দিন বাড়ছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মার্কিন সামরিক বাহিনীর মধ্যে বাইডেন বিরোধী মনোভাব উদ্বেগজনক পর্যায়ে বিরাজ করছে। এরই মধ্যে ৭৮ সেনা কর্মকর্তা সরকার উৎখাতের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন বলে জানানো হয়েছে। তবে তাদের বিষয়ে প্রতিবেদনে বিস্তারিত কিছু বলা হয়নি। চলতি সপ্তাহে প্রকাশিত পেন্টাগনের প্রতিবেদনে এমন চমকপ্রদ তথ্য তুলে ধরা হয়েছে।

ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০২২ সালে সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগে ৪৪ সেনা কর্মকর্তাকে সন্দেহের তালিকায় রাখা হয়েছে। শুধু তাই নয়, গত বছরের তুলনায় এ হার ২৫ শতাংশ বেড়েছে।

পেন্টাগন ২০২১ সাল থেকে মার্কিন আইনপ্রণেতাদের কাছে এমন তুলে ধরে আসছে বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পেন্টাগন সেই বছরের ডিসেম্বরে সামরিক বাহিনী থেকে চরমপন্থা নির্মূল করতে নতুন আইন জারি করে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন