বাঘাইছড়িতে অবৈধ ইটভাটার কারণে রাস্তার বেহাল দশা

brik f

বাঘাইছড়ি প্রতিনিধি :

বাঘাইছড়ি সদরের চৌমুহনী শাপলা চত্বর থেকে মাস্টার পাড়া ও পুরান মারিশ্যা যাওয়ার অন্যতম যোগাযোগ মাধ্যম মাস্টার পাড়া সড়ক। চৌমুহনী থেকে ২০০ গজ দূরে এই সড়কটির পড়ে হাজী মুন্সি মিয়ার ইটের ভাটা। অবৈধভাবে চলা এ ইটের ভাটায় চলে আরেক অবৈধ ট্রাক্টর, যা সাধারণত হাল চাষের কাজে ব্যবহৃত হয়। এটা ইটের ভাটার কাজে ব্যবহার করায় মাস্টার পাড়া প্রধান সড়কটির অবস্থা পানিহীন শুকনো ধান ক্ষেতের মত হয়ে গেছে। সাধারণ রিক্সা, সিএনজি এই রুটে চলাচল করতে ভাড়া চায় ১০ টাকার জায়গায় ১৫-২০ টাকা।

সরজমিনে গিয়ে দেখা যায়, রিক্সা চালিয়ে যাওয়ার কোন উপায় নাই। তাই রিক্সওয়ালারাদেরকে রিক্সা টেনে নিয়ে যেতে হচ্ছে। আর এই রুটে সিএনজি চলাচল নেই বললেই চলে।

রাস্তাটির ব্যাপারে ইটভাটার মালিকের সাথে কথা বললে তিনি তার ভাষায় জানান, “লাস্তা অইয়্যেদে সরকারি য়েডে শুধু আর গাড়ির লাই সমস্যা? আরতোন কিচুই গরিবার নাই।”

এলজিআরডি থেকে রাস্তা সংস্কারের কাজ আসলেও তা ইট ভাটা পর্যন্ত প্রায় ৫০০ গজ রাস্তা বাদ দিয়ে বাকিটা কাজ করা হয়। এই রাস্তা নিয়ে যান চালকরা যেমন ভোগান্তিতে পরে তেমনি যাত্রীরাও হয়রানির শিকার হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন