বাঘাইছড়িতে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত

বাঘাইছড়ি প্রতিনিধি:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ  ইউনেস্কো “মেমোরি অব দ্য’ ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টার” এ অন্তর্ভুক্তির মাধ্যমে ” বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যের” স্বীকৃতি লাভ উপলক্ষ্যে আনন্দ শোভাযাত্রা বাঘাইছড়ি উপজেলা পরিষদ আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাদিম সরোওয়ার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাঘাইছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান বড় ঋষি চাকমা।

বাঘাইছড়ি উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আজিজুর রহমান জাতির জনকের ঐতিহাসিক ভাষণ স্মৃতিচারন করেন।

আনন্দ উৎসবে বিশেষ অতিথি ছিলেন বাঘাইছড়ি পৌরসভার মেয়র জাফর আলী খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দীপ্তিমান চাকমা, মহিলা ভাইস চেয়ারম্যান সুমিতা চাকমা, থানা অফিসার ইনর্চাজ মো. আমির হোসেন, বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য ও প. প. ককর্মকতা ডা. নুয়েন খীসা, বাঘাইছড়ি প্রেসক্লাব সভাপতি দীলিপ কুমার দাশ, উপদেষ্টা গিয়াস উদ্দিন আল মামুন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলী হোসেন, কাচালং ডিগ্রি কলেজ অধ্যক্ষ দেব প্রসাদ দেওয়ান, বাঘাইছড়ি পৌরসভার সাবেক প্যানেল মেয়র আ. শুক্কুর মিয়া, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভদ্রসেন চাকমা, উপজেলা রিসোর্স অফিসার আবু মুছা, উপজেলা মাধ্যমিক অফিসার মো. নুর মোহাম্মাদ  প্রমুখ।

এসময় আরো উপস্থিত ছিলেন, বাঘাইছড়ি পৌরসভার কাউন্সিলর মো. বাহার উদ্দিন, কাচালং দাখিল মাদ্রাসার সুপার ওমর ফারুক, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষক, মুক্তিযোদ্ধা কমান্ডার, স্থানীয় সাংবাদিক।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন