বান্দরবানে করোনা শনাক্ত হওয়াতে রোগীর বাসায় স্থানীয়দের হামলা

fec-image

চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবীদের করোনা পজেটিভ হওয়ার সংবাদে বান্দরবান শহরের বালাঘাটার বাসায় পরিবারের সদস্যের উপর হামলা করেছে স্থানীয়রা এমন অভিযোগ পরিবারের। রবিবার (১ মে) সন্ধ্যায় ইফতারের পর পরই শহরের বালাঘাটা ২নং ওয়ার্ডের শৈল শোভা এলাকায় লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লে­ক্সের পরিসংখ্যানবীদের নিজ বাসায় অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা।

আক্রান্ত ব্যক্তি ছোট ভাই মোহাম্মদ আশরাফ উদ্দিন অভিযোগ করে বলেন, আমার বড় ভাই লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লে­ক্সের পরিসংখ্যানবীদ, তিনি করোনায় আক্রান্ত হওয়ার খবর পেয়ে আমরা নিজেরাও আতঙ্কিত। তিনি গত ৮ তারিখ বান্দরবানে এসেছিলেন  এবং একইদিন চলে গেছেন নিজ কর্মস্থলে কিন্তু আমরা ভাই যখন বান্দরবানে এসেছিলেন তখন তার করোনা পরীক্ষার রির্পোট আসেনি। আজ আমার ভাইয়ের করোনা পজেটিভ আসার সাথে সাথে স্থানীয় ১০-১২ জন লোক এসে আমাদের পরিবারের উপর হামলা করেন। আমাদের বাসার ইট-পাটকেল ছোড়েন।

এবিষয়ে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী বলেন, হামলার ঘটনা সত্য নয়। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক দেখেছি এবং আক্রান্ত ব্যক্তির পরিবারকে লকডাউন করে দিয়েছি।

এদিকে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাবিবুল হাসান বলেন, হামলার ঘটনা সঠিক নয়, সামান্য কথা কাথাকাটি হয়েছে মাত্র। লকডাউনে থাকার সময় যাতে কোন সমস্যা না হয় সেজন্য তার সহযোগিতার জন্য পৌর কাউন্সিলর মোহাম্মদ আলীকে সহযোগিতা করার জন্য বলা হয়েছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: করোনা, বান্দরবানে, শনাক্ত
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন