বান্দরবানে কৃষকদের মাঝে পার্বত্যমন্ত্রীর বিনামূল্যে সার ও বীজ বিতরণ

fec-image

বান্দরবানে কৃষকদের মাঝে বিনামূল্যে সার, বীজ ও কৃষি সরঞ্জাম বিতরণ করা হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সকালে কৃষি বিভাগের উদ্যোগে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি এসব কৃষি সরঞ্জাম বিতরণ করেন।

এসময় মন্ত্রী বলেন, বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। কৃষি এবং কৃষকের উন্নয়নে বদ্ধপরিকর আওয়ামী লীগ সরকার। প্রধানমন্ত্রী প্রণোদনার মাধ্যমে কৃষি পরিবারের ভাগ্য উন্নয়নে সহায়ক ভূমিকা রাখছেন। কৃষির উন্নয়নে সারাদেশে বিনামূল্যে বীজ, সার এবং কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হচ্ছে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বান্দরবান সিভিল সার্জন ডা: অংসুই প্রু মারমা, অতিরিক্ত পুলিশ সুপার কুদ্দুস, সদর উপজেলা চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তৌছিফ আহমেদ, সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান মং ক্য‌চিং চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান রাজু মং মারমা, মহিলা
ভাইস চেয়ারম্যান য়ইসাপ্রু মারমা, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো: ওমর ফারুক প্রমুখ উপস্থিত ছিলেন।

কৃষি বিভাগ জানায়, ২০২০-২১ মৌসুমের উৎপাদনের লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির বান্দরবানের ৭ টি উপজেলায় ২৯০০ কৃষক পরিবারের মাঝে বোরো, গম, ভুট্টা, সরিষা, চিনাবাদাম এবং শীতকালীন সবজির বীজ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৫০ মেট্রিক টন সার বিতরণ করা হয়। তার মধ্যে সদর উপজেলায় ৫৯০ জন, রোয়াংছড়ি ৪৮৫ জন, রুমা ১৪৫ জন, থানচি ৬০ জন, লামা ৬৫০ জন, আলীকদম ৫৩৫ জন এবং
নাইক্ষ্যংছড়ি ৪৩৫ জন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: পার্বত্য চট্টগ্রাম, পার্বত্যমন্ত্রী, বীর বাহাদুর উশৈসিং এমপি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন