বান্দরবানে ডিএস এ কাপ কাবডী প্রতিযোগীতা শুরু

Bandarban Kabadi 21.11.2013

বান্দরবান সংবাদদাতা :

বান্দরবানে ডিএস কাপ কাবডী প্রতিযোগীতা ২০১৩ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকালে স্থানীয় রাজার মাঠে উদ্ভোধনী খেলায় রাজার মাঠ কাবাডী দল ও লামা উপজেলা ক্রীড়া সংস্থা জয় লাভ করেছে। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ও বান্দরবান জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় দেশের জাতীয় খেলা কাবডী খেলার অনুষ্ঠানিক উদ্ভোধন করেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক কে এম তারিকুল ইসলাম।

জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি অধ্যাপক ওসমান গনির সভাপতিত্বে জেলা ক্রীড়া সংস্থার সিনিয়ার সহ-সভাপতি ও পুলিশ সুপার দেবদাশ ভাট্টাচার্য, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইসলাম বেবী প্রমুখ উপস্থিত ছিলেন। উদ্বোধনী কাবাডী খেলায় রাজার মাঠ কাবাডী দল বনাম কালাঘাটা জিটি এল ক্লাবের মধ্যে অনুষ্ঠিত হয়। নক আউট পদ্ধতিতে কাবাডী খেলায় ১ পয়েন্ট বেশী নিয়ে কাবাডী খেলায় রাজার মাঠ কাবাডী দল জয় লাভ করে। কাবাডী খেলায় রাজার মাঠ কাবাডী দল ২৬ পয়েন্ট নিয়ে জয় নিশ্চিত করে অপর পক্ষ কালাঘাটা জিটি এল ক্লাব সংগ্রহ করে ২৫ পয়েন্ট।

২য় খেলা লামা উপজেলা ক্রীড়া সংস্থা বনাম বালাঘাটা একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়। লামা উপজেলা ক্রীড়া সংস্থা বড় ব্যবধানে বালাঘাটা একাদশকে হারায়। খোলায় বালাঘাটা একাদশ সংগ্রহ করে ১৭ পয়েন্ট আর লামা উপজেলা ক্রীড়া সংস্থা ২৫ পয়েন্ট নিয়ে জয় নিশ্চিত করে।

ডিএস এ কাপ কাবডী প্রতিযোগীতায় ৬ টি দল অংশ গ্রহণের কথা রয়েছে। শুক্রবার মধ্যম পাড়া লিটল স্টার বনাম ষ্টেডিয়াম এলাকার প্রাণবন্ত কাবাডী দলের মধ্য অনুষ্টিত হবে। আগামী শনিবার একই মাঠে বিকালে ফাইনেল খেলা অনুষ্টিত হবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন