সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে দীঘিনালা জোনের প্রীতিভোজ

মো. আল আমিন, পার্বত্যনিউজ:

খাগড়াছড়ি জেলার দীঘিনালা সেনা জোন (২৮ বীর) সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে প্রীতিভোজের আয়োজন করে। এতে সাময়িক-বেসাময়িক কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, কর্মচারী, সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মুক্তিযুদ্ধা, এলাকার গন্যমাণ্য ব্যাক্তিগন, পার্বত্য নিউজের প্রতিনিধিসহ উপজেলার সকল মিডিয়ার কর্মীগন এই প্রীতিভোজনে আমন্ত্রিত অতিথি ছিলেন।

এই সময় প্রীতিভোজে জোন অধিনায়ক লেঃ কর্ণেল লোকমান আলী বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে তৎকালিন পাকিস্থানিসেনাবাহিনীঅপারেশন সার্চলাইট নামে এদেশের মানুষের উপর আক্রমণশুরু করে। মূলতঃ তখন থেকেই প্রতিরোধের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হয় এদেশের মুক্তিযুদ্ধ। কিন্তু তখনো সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনী একযোগে মুক্তিযুদ্ধ শুরু করেনি। পরবর্তিতে ২১ নভেম্বর সেনাবাহিনী, বিমান বাহিনী ও নৌবাহিনী একযোগে দেশ স্বাধীনের জন্য যুদ্ধ শুরু করে। সে কারণে এ দিনটিকে সশস্ত্র বাহিনী দিবস হিসাবে পালন করা হচ্ছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন