বান্দরবানে যুবলীগের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

-Awamilig  PIC 11.11.

স্টাফ রিপোর্টার :

নানা আয়োজনে বান্দরবানে যুবলীগের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দলীয় কার্যালয়ে যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত শেখ ফজলুল হক মণির প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর সূচনা করা হয়।

সোমবার বঙ্গবন্ধু মুক্ত মঞ্চে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাঁটা ও যুব সমাবেশ করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বান্দরবান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদের সদস্য কাজি মজিবর রহমান।

বান্দরবান জেলা যুবলীগের আহবায়ক মো. হোসেনের সভাপত্বিতে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সভাপতি অমল কান্তি দাশ, সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, জেলা যুবলীগ নেতা চৌধুরী প্রকাশ বড়ুয়া, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুজন চৌধুরী, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো.রফিক প্রমূখ।

কাজী মজিবর বলেন, ‘১৯৭২সালের যুবকদের একত্রিত করতে প্রয়াত শেখ ফজলুল হক মণির বাংলাদেশ যুবলীগের প্রতিষ্ঠা করেছিলেন। ১৯৭৫ সালে ঘাতকদের গুলিতে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানসহ শেখ ফজলুল হক মণি নিহত হন। আওয়ামীলীগ সরকার চিহ্নিত খুনিদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করেছে। বাকী যারা বিভিন্ন দেশে আত্মগোপনে রয়েছে তাদেরকেও আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা নিশ্চিত করবে আওয়ামীলীগ সরকার।’

যুব সমাবেশের আগে বঙ্গবন্ধু মুক্ত মঞ্চ হতে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুক্ত মঞ্চে গিয়ে শেষ হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন