বান্দরবানে শাহ আলম মাস্টার হত্যায় চার আসামির যাবজ্জীবন কারাদণ্ড

fec-image

বান্দরবানে চাঞ্চল্যকর একটি হত্যা মামলায় রায় ঘোষণা করা হয়েছে। এ রায়ে চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে বান্দরবান জেলা জজ আদালত।

সোমবার (২৯ আগস্ট) দুপুর ১২টার দিকে বান্দরবান জেলা ও দায়রা জজ ফজ‌লে এলা‌হী ভূঁইয়া এ রায় দেন।

মামলায় দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন নাইক্ষ‌্যংছ‌ড়ি উপজেলার বাসিন্দা মোজাফফর আহম‌দের ছে‌লে আ‌রিফউল্লাহ, আ‌রিফ উল্লাহর স্ত্রী আসমা সিদ্দীকা, মখলুজ্জামানের ছে‌লে মোজাফফর আহমদ ও কক্সবাজার রামুর বাসিন্দা মো. হো‌সেন প্রকাশ কালুর স্ত্রী শাহনাজ বেগম।

রায় ঘোষণার সময় ৪ আসামির ম‌ধ্যে আ‌রিফউল্লাহ ও শাহনাজ বেগম আদালতে উপস্থিত ছিল। অন্য দুই আসামি মোজাফফর আহম‌দ ও আসমা সিদ্দীকা পলাতক ছিল।

রায় ঘোষণার পর আটক দণ্ডপ্রাপ্ত দুই আসামিকে কারাগারে প্রেরণের নির্দেশ দেয় আদালত।

মামলার বিবরণীতে জানা যায়, ২০১৬ সা‌লের ৯‌ ডি‌সেম্বর সকাল ৭টায় বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়িতে বসত‌ভিটাকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জে‌রে ধরে আসামিরা মো. শাহ আলম নামে এক ব্যক্তিকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে।

এঘটনায় নিহতের স্ত্রী আরেফাতুন্নেছা উক্ত আসামিদের বিরুদ্ধ একটি হত্যা মামলা দায়ের করেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আসামি, কারাদণ্ড, বান্দরবান
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন