বান্দরবানে সড়ক দূর্ঘটনায় নিহত ২, আহত ২

Bandarban ekcident 14.12.2013

স্টাফ রির্পোটার:

বান্দরবান-চট্টগ্রাম সড়কে রেইচা নামকস্থানে মালবাহী গাড়ী খাদে পড়ে দুইজন নিহত ও দুইজন আহত হয়েছেন। শনিবার বিকালে আহতদের দমকল ও পুলিশ উদ্ধার করে সদর হাসপাতালে প্রেরণ করেছে। নিহতরা হলেন, ফেনীর দাগনভুঁইয়ার মৃত বাদশা মিয়ার ছেলে চালক শহিদুল্লাহ (৬৫) সাতকানিয়ার মৃত আবুল হোসেনের ছেলে সাবেক সেনা সার্জন মো. জহির আহম্মদ। আহতরা হলেন গাড়ীর হেলফার সফি আহম্মদ (২৪) ও নুরুল আমিন (২২)।

প্রত্যক্ষদর্শী ও হেলপার সফি আহম্মদ জানান, ঢাকা ন-৪২৪নং মালবাহী গাড়ীতে করে পুরনো কাঠ,বাঁশ নিয়ে শান্তির হাটের উদ্দ্যেশে রওনা দেয়। রেইচার ঢালু রাস্তা দিয়ে গাড়ী নামতে নিয়ন্ত্রন হাড়িয়ে খাদে পড়ে যায়।

সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ জানান, মালাবাহী গাড়ী খাদে পড়ে গেলে দূর্ঘটনাস্থলে মালামাল সরিয়ে উদ্ধার করে আহত-নিহতদের সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
হাসপাতাল চিকিৎসক জানান, আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে। নিহত দুইজনকে মর্গে প্রেরণ করেছে।
 

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন