বিশ্বমানের শিক্ষার জন্য শিক্ষকের মানও বিশ্বমানের করতে হবে

Cox Teacher day
আবদুল্লাহ নয়ন, কক্সবাজার:
বিশ্বমানের শিক্ষা অর্জন নিশ্চিত করতে হলে শিক্ষকের মানও বিশ্বমানের করতে হবে। বেতন বৈষম্য দূর করে শিক্ষক্ষকে বেঁচে থাকার সুযোগ দিতে হবে। ‘শিক্ষকদের জন্য আহবান চাই মর্যাদা, ন্যায্য অধিকার ও জবাব দিহিতা’ শীর্ষক শ্লোগান নিয়ে ‘বিশ্ব শিক্ষক দিবস’ উপলক্ষ্যে রোববার দুপুরে কক্সবাজার প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত এক সভায় বক্তারা দাবী জানান।

বেসরকারী উন্নয়নমূলক সংস্থার বিটার আয়োজনে ও ‘আমার অধিকার’র সহেযাগিতায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজার সদর সমবায় কর্মকর্তা কুমকুম আচার্য্য। বিটার চট্টগ্রামস্থ সমন্বয়কারী জেসমিন আকতারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক ও গবেষক মুহম্মদ নুরুল ইসলাম।

বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক ও শিক্ষক এম. আর মাহবুবের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, খুরুশকুল সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক এম জাবের, কক্সবাজার সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা মাসুদা মোর্শেদা আইভী, কক্সবাজার কেজি এন্ড মডেল হাই স্কুল’র শিক্ষিকা হাসিনা চৌধুরী লিলি প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের শিক্ষক, লেখক, সাংবাদিক উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন