বৃহস্পতিবার রামু যাচ্ছেন প্রধানমন্ত্রী

Prime_Minister_Sheikh_hasina

রামু প্রতিনিধি:

বৃহস্পতিবার কক্সবাজার জেলার রামু উপজেলায় যাচ্ছনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংক্ষিপ্ত সফরকালে প্রধানমন্ত্রী রামু উপজেলার রাজারকুল ইউনিয়নে বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের অধীনস্থ নবগঠিত সদর দপ্তর ২ পদাতিক ব্রিগ্রেড এর পতাকা উত্তোলন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনকে ঘিরে বর্ণিল সাজে সজ্জিত হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর রামু ১০ পদাতিক ডিভিশন ও এর আশপাশের এলাকা। নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। প্রধানমন্ত্রীর আগমনে উৎফুল্ল পুরো কক্সবাজার জেলাবাসী।

রামু-কক্সবাজার আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল বলেন, এ সফর কক্সবাজারবাসীর জন্য উন্নয়নের মাইলফলক হবে।

বিগত এক বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এটি দ্বিতীয়বারে মত রামু সফর। এর আগে ২০১৫ সালের ১ মার্চ তিনি রামু সফরে আসেন। সে সময় রামুর রাজারকুল ইউনিয়নে বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন উদ্বোধন করেন।

প্রধানন্ত্রীর সফরসূচী অনুসারে, বৃহস্পতিবার সকাল ১০ টা ৫ মিনিটে প্রধানমন্ত্রী কক্সবাজার বিমানবন্দরে পৌঁছাবেন। সেখানে থেকে হেলিকপ্টারযোগে রামু সেনানিবাসের উদ্দেশ্যে যাত্রা করবেন। রামু সেনানিবাসের ভিভিআইপ কমপ্লেক্স ‘অরণ্য নিবাস’ এ উপস্থিত হবেন ১০ টা ৫০ মিনিটে। এরপর সকাল ১১ টা থেকে ১২ টা ২৫ মিনিট পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের অধীনস্থ নবগঠিত সদর দপ্তর ২ পদাতিক ব্রিগ্রেড এর পতাকা উত্তোলন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। নামাজ ও মধ্যাহ্ন বিরতি শেষে বেলা ২ টার দিকে প্রধানমন্ত্রী ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করবেন।

প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ এসএম খুরশিদ-উল-আলম স্বাক্ষরিত এক পত্রে সফরের এসব বিষয় নিশ্চিত করা হয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন