ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে খাগড়াছড়িতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

Khagrachhari Land Week  observed Photo 01 (1)

নিজস্ব প্রতিনিধি :

সারাদেশের মত খাগড়াছড়ি পার্বত্য জেলায় শুক্রবার ১ এপ্রিল ভূমি সেবা সপ্তাহ পালন শুরু হয়েছে। এ উপলক্ষে সকাল সাড়ে ১০টায় খাগড়াছড়ি শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। ভারপ্রাপ্ত জেলা প্রশাসক এটিএম কাওছার হোসেন’র নেতৃত্বে বের হোয়া বর্ণাঢ্য শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ভারপ্রাপ্ত জেলা প্রশাসক এটিএম কাওছার হোসেন’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আব্দুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাজুল ইসলাম ও রেভিনিউ ডেপুটি কালেক্টর অরবিন্দ বিশ্বাস বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে বিভিন্ন মৌজার হেডম্যান কার্বারীসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। ভূমি মন্ত্রণালয়ের নির্দেশে ভূমির উন্নত ও দক্ষ ব্যবস্থাপনা এবং সর্ব্বোত্তম ব্যবহার নিশ্চিত করে জনগণকে সেবা দেয়ার জন্য এপ্রিল মাসের প্রথম সপ্তাহ কে ভূমি সেবা সপ্তাহ পালন করা হচ্ছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন