মংসুইপ্রু চৌধুরী’র ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় কংজরী চৌধুরী’র নিন্দা

khd charman pic

খাগড়াছড়ি প্রতিনিধি :
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য মংসুইপ্রু চৌধুরীর (অপু) ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ  জানিয়েছেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদে’র চেয়ারম্যান  কংজরী চৌধুরী।

সোমবার বিকালে সংবাদ মাধ্যমে পাঠানো এক লিখিত বিবৃতিতে পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান এই ঘটনায় জড়িতদের চিহ্নিত পূর্বক অবিলম্বে গ্রেফতার  ও আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য স্থানীয় পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।

প্রসঙ্গত: রবিবার বিকাল সাড়ে ৩টার দিকে পার্বত্য জেলা পরিষদ সদস্য মংসুইপ্রু চৌধুরী (অপু) খাগড়াছড়ি কার্যালয়ে তার দাপ্তরিক কাজ শেষ করে বাড়ি ফেরার পথে খাগড়াছড়ি বাজার প্রবেশ মুখ পৌর ব্রিজ এলাকায় সন্ত্রাসী হামলার শিকার হন।

বিবৃতিতে পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সার্থক উত্তরসূরী গণতন্ত্রের মানসকন্যা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের ধারা অব্যাহত রেখে কাঙ্খিত লক্ষ্য অর্জনে জঙ্গিবাদ, সন্ত্রাস, নৈরাজ্য ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহবান জানিয়েছেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন