মন্টু মারমা নিহত হওয়ার ঘটনায় বাঙালী ছাত্র পরিষদের তীব্র নিন্দা ও প্রতিবাদ

bangali satro parisod

গত ০২/০২/২০১৪ রবিবার রাত আনুমানিক সাড়ে আটটার সময় রাজস্থলী উপজেলাধীন বাঙ্গাল হালিয়া ইউনিয়নের কেংড়াছড়ি নিজ বাসভবনে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মন্টু মারমাকে উপজাতীয় সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে  পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি মুহাম্মদ ইব্রাহিম, সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন এক যৌথ বিবৃতিতে এহেন সন্ত্রাসী কর্মকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

নেতৃবৃন্দ বলেন, এসব ঘটনার জড়িত সন্ত্রসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং বর্তমান পার্বত্য অঞ্চলে গুম, হত্যা, ধর্ষণ, অপহরণ, চাদাঁবাজি ও মুক্তিপণ বাণিজ্য ব্যাপক আকার ধারণ করেছে যা পার্বত্য অঞ্চলেকে সাধারণ পাহাড়ী-বাঙ্গালীদের নিরাপত্তা অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। এসকল সন্ত্রাসী কর্মকান্ড বন্ধে পার্বত্য অঞ্চল থেকে অবৈধ অস্ত্র উদ্ধার ও ঝুঁকিপূর্ণ এলাকায় সেনা ক্যাম্প স্থাপন করে পার্বত্য অঞ্চলে বসবাসকারী পাহাড়ী বাঙ্গালীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের কাছে জোর দাবি জানান। অন্যথায় পার্বত্য অঞ্চলের জনগণের নিরাপত্তারর স্বার্থে দূর্বার আন্দোলনের মাধ্যমে সকল অপকর্মের জবাব দেওয়া হবে। এতে আইন শৃঙ্খলার অবনতি হলে এর দায়ভার প্রসাশন তথা সরকারকে নিতে হবে বলেও হুঁশিয়ারি দেন তারা। ♦ প্রেস বিজ্ঞপ্তি।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন