মন্দিরে হামলা, পুরোহিতসহ গুপ্ত হত্যার প্রতিবাদে চকরিয়ায় হিন্দু সম্প্রদায়ের মানববন্ধন ও বিক্ষোভ

Chakaria Picture (Human Chain)
চকরিয়া প্রতিনিধি:
সারাদেশে হিন্দু সম্প্রদায়ের মঠ-মন্দিরে হামলা চালিয়ে পুরোহিত ও সেবকসহ গুপ্ত হত্যা এবং শ্মশানের জায়গা দখলের প্রতিবাদে কক্সবাজারের চকরিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের উদোগে হিন্দু সম্প্রদায়ের হাজারো জনগণের অংশগ্রহনে অনুষ্ঠিত হয়েছে দীর্ঘ মানববন্ধন কর্মসুচী ও বিক্ষোভ মিছিল।

বুধবার বিকেলে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া পৌরশহরের নিউ মার্কেট এলাকায় এই কর্মসূচী অনুষ্ঠিত হয়। এরপর বিক্ষোভ মিছিল করে তারা। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পূজা উদযাপন পরিষদের কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট চকরিয়া উপজেলার সভাপতি শ্যামল কান্তি (এস.কে) আর্চায্যের সভাপতিত্বে ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবলা দেবনাথের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি আওয়ামীলীগ নেতা তপন কান্তি দাশ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন চকরিয়া জুয়েলারী সমিতির সভাপতি সমীরণ ধর চান্দু মহাজন, উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতা অধ্যাপক কৃষ্ণ কান্তি দে, সুধাংশু বিমল সুশীল, তপন কান্তিসুশীল, বাংলাদেশ জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতির নেতা ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সুধীর চন্দ্র দাশ, চকরিয়া পৌরসভা পূজা উদযাপন পরিষদের সভাপতি টিটু বসাক।

বক্তব্য রাখেন উপজেলা পুজা উদযাপন পরিষদের নেতা ঝোটন কান্তি দে, লিটন দাশ, নরোত্তম দাশ, শ্রী নন্দ দাশ, সৃজন দে, ডা.সুমন দাশ, সুজন দেবনাথ (বাবু), সুজিত দাশ, কৃষ্ণ দাশ, পরেশ দাশ গুপ্ত, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট চকরিয়া উপজেলা সাধারণ সম্পাদক সঞ্জয় শীল, যুগ্ম সম্পাদক স্বপন কুমার মল্লিক, দয়াল হরি নাথ (জোসেফ), অধ্যাপক রুপম ধর, প্রকাশ রঞ্জন রুদ্র।

উপস্থিত ছিলেন বাংলাদেশ সনাতনী সেবক সংঘের প্রতিষ্ঠাতা মনোরঞ্জন দে (গনেশ), লব দাশ, প্রবীর চৌধুরী, মাষ্টার ভূবন বিজয়, মিঠু বসাক, সাগর নাথ, বাংলাদেশ সনাতন মহাশক্তি চকরিয়া উপজেলা সভাপতি সৃজন দত্ত (পিবলু), সাধারণ সম্পাদক অর্জুন দাশ, যুগ্ম সম্পাদক সুজন দাশ, চকরিয়া উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ছাত্র যুব পরিষদের সভাপতি বাবু বড়ৃয়া, সাংগঠনিক সম্পাদক নয়ন মহাজন পাপ্পু, প্রচার সম্পাদক সৌরভ সুশীল, বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোটের কাকারা, সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন শাখার প্রতিনিধি মিন্টু রাম কর প্রমুখ। এ ছাড়াও অনুষ্ঠিত মানবন্ধনে উপজেলার হিন্দু সম্প্রদায়ের সকলস্তরের প্রতিনিধি এবং উপজেলা ও পৌরসভা এলাকার প্রত্যেক মন্দির কমিটির নেতৃবৃন্দরা অংশগ্রহন করেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন