মহালছড়িতে দুই গ্রামে ডায়রিয়ায় আক্রান্ত শতাধিক গ্রামবাসী

03.06.2014_Mahalchari Pic

পার্বত্যনিউজ রিপোর্ট :

পার্বত্য খাগড়াছড়ির মহালছড়ির দুই পাহাড়ী গ্রামে ডায়রিয়া ছড়িয়ে পড়েছে। দুই গ্রামে এ পর্যন্ত শতাধিক গ্রামবাসী ডায়রিয়ায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। যাদের বেশির ভাগই শিশু ও মহিলা। উদ্বুদ্ধ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ডায়রিয়া আক্রান্ত এলাকায় মেডিকেল টিম পাঠানো হয়েছে বলে খাগড়াছড়ি সিভিল সার্জন কার্যালয় সুত্রে জানা গেছে।

 

স্থানীয় সুত্র জানায়, সোমবার রাত থেকে মহালছড়ি উপজেলার ধুমনীঘাট ও চৌংড়াছড়ি মগপাড়া গ্রামে ডায়রিয়ার প্রকোপ দেখা দেয়। এবং তা নিমিষেই সর্বত্র ছড়িয়ে পড়ে। সুত্রমতে মঙ্গলবার দুপুর পর্যন্ত ৫০ জনেরও বেশী ডায়রিয়া রোগীর চিকিৎসা দেওয়া হয়েছে এবং বর্তমানে ২৪ জন ডায়রিয়া আক্রান্ত ব্যাক্তি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
 
মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: সৌমেন চাকমা জানান, ডায়রিয়া আক্রান্তদের সাধ্যমতো চিকিৎসা দেয়া হচ্ছে। হঠাৎ এ রোগের কারণ সম্পর্কে তিনি নিশ্চিত করে কিছুই বলতে পারেননি। তবে পানি বাহিত এ রোগের কারণ হতে পারে বলে মনে করেন তিনি।

খাগড়াছড়ির সিভিল সার্জন ডা: নারায়ন চন্দ্র দাশ দুর্গত এলাকায় মেডিকেল টিম কাজ করছে উল্লেখ করে জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন