মহালছড়িতে পাহাড়ি ছাত্র পরিষদের কাউন্সিল সম্পন্ন

pcp picture

নিজস্ব প্রতিনিধি:
খাগড়াছড়ির মহালছড়িতে ইউপিডিএফ সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)’র মহালছড়ি উপজেলা শাখার ৬ষ্ঠ কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় লেমুছড়িতে কাউন্সিলের প্রথম অধিবেশনে পাহাড়ি ছাত্র পরিষদ মহালছড়ি উপজেলা শাখার বিদায়ী সভাপতি তপন চাকমা’র সভাপতিত্বে এ কাউন্সিল সম্পন্ন হয়।

এতে উপস্থিত ছিলেন পাহাড়ি ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি রতন স্মৃতি চাকমা, হিল উইমেন্স ফেডারেশন খাগড়াছড়ি জেলা শাখার দপ্তর সম্পাদক দ্বিতীয়া চাকমা, ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর মহালছড়ি উপজেলা সংগঠক অন্তর চাকমা, গণতান্ত্রিক যুব ফোরাম মহালছড়ি উপজেলা শাখার সভাপতি হৃদয় বিন্দু চাকমা। এতে আরো বক্তব্য রাখেন রপন চাকমা। অধিবেশন শুরুতেই শোক প্রস্তাব পাঠ করেন, উইলসন চাকমা।

কাউন্সিল অধিবেশনের আলোচনায় বক্তারা বলেন, ইউপিডিএফ ও তার সহযোগী সংগঠনের ওপর দমন পীড়ন অব্যাহত রয়েছে যা চুক্তি-পূর্ব পরিস্থিতির কথাই স্মরণ করিয়ে দেয়। অনতি বিলম্বে স্বরাস্ট্র মন্ত্রণালয়ের জারিকৃত ১১ নির্দেশনা বাতিল ও ইউপিডিএফ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের হয়রানি, মিথ্যা মামলা, ধর-পাকড় বন্ধ করারও দাবী জানান বক্তারা।

কাউন্সিলের দ্বিতীয় অধিবেশনে সুমন্ত চাকমাকে সভাপতি, উইলসন চাকমাকে সাধারণ সম্পাদক ও রিপন চাকমাকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) মহালছড়ি উপজেলা কমিটি গঠন করা হয়। নব গঠিত কমিটি সদস্যদের শপথ বাক্য পাঠ করান পাহাড়ি ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি রতন স্মৃতি চাকমা।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন