মহালছড়িতে সিঙ্গিনালা মহামুনি বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত

10735636_708670092562104_1448349890_n
মহালছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ির মহালছড়িতে সিঙ্গিনালা মহামুনি বৌদ্ধ বিহারে বৌদ্ধদের ধর্মীয় ভাবগাম্ভীর্যসহ সহ্স্রাধিক পূণ্যার্থীর অংশগ্রহণের মধ্য দিয়ে উৎসবমূখর পরিবেশে দানোত্তম কঠিন চীবর দানোৎসব সম্পন্ন হয়েছে।
বুধবার সকাল ১০টায় বিভিন্ন বিহার থেকে আগত অর্ধ শতাধিক ভিক্ষুর উপস্থিতিতে কঠিন চীবর দানোৎসব শুরু হয়।

অনুষ্ঠানে অন্যান্য কর্মসূচীর মধ্যে ছিল, মহামুনি বৌদ্ধ বিহারের নব নির্মিত ভবন উৎসর্গ, সূদূর ফ্রান্স প্রবাসী ও সিঙ্গিনালা গ্রামের বাসিন্দা সানু মারমার কনিষ্ঠ মেয়ের জামাতা সাইদো মারমার দানকৃত অর্থায়নে সদ্য থাইল্যান্ড থেকে ক্রয়কৃত ৬ফুট উচ্চতার বুদ্ধমূর্তি দান, প্রাক্তন খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান রুইথি কার্বারী মহামুনি বৌদ্ধ বিহারের নামে দানকৃত ৪০শতক ১ম শ্রেণি জমির উৎসর্গ, বিকাল ২টায় বিশ্ব শান্তি কামনায় সমবেত পূণ্যার্র্থীদের উদ্দেশ্যে অনুত্তর ভিক্ষু সংঘের ধর্মীয় দেশনা, অষ্ট বংশতি, বুদ্ধ পূজা, সীবলী পূজা, পঞ্চশীল গ্রহণ, সংঘ দান, অষ্ট পরিষ্কার দান, ভিক্ষু সংঘের পিণ্ড দান, কল্পতরু উৎসর্গ, প্রদীপ পূজা, আকাশ বাতি উড়ানো ও ধর্মীয় আলোচনা সভা।

উল্লেখ্য, ৩ নভেম্বর সোমবার সকাল ৯টা থেকে শুরু হয়ে এক নাগারে ৪৮ঘণ্টা ব্যাপী মহা-পটঠান সূত্রপাঠ বুধবার সকাল ৯টায় শেষ হয়। এর পরপরই কঠিন চীবর দান অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হলো ৩দিন ব্যাপী বৌদ্ধ ধর্মীয় অনুষ্ঠান।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন