মহালছড়ির দুর্গম এলাকায় সেনাবাহিনীর ত্রাণ বিতরণ

fec-image

করোনাভাইরাস (কোভিড-১৯)’র প্রাদুর্ভাবে লকডাউনে থাকা খাগড়াছড়ির মহালছড়িতে পাহাড়ি অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে মহালছড়ি সেনা জোন।

সোমাবার সেনা জোনের উদ্যোগে মহালছড়ির বাহাদূরপুর, রোয়াজাপারা, গামারিডালা, ৫ একর, ২নং যৌথখামারপাড়া এলাকায় অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী হিসেবে চাল-১০ কেজি, ডাল-০২ কেজি, আটা-০২ কেজি, তেল-০১ কেজি, লবণ-০১ কেজি, আলু-০৫ কেজি, পিয়াজ-০১ কেজি ও সাবান বিতরণ করা হয়।

এ সময় মহালছড়ি সেনা জোন এর জোন কমান্ডার, লে. কর্নেল মেহেদীসহ অন্যান্য সেনা সদস্য উপস্থিত ছিলেন।

লকডাউনে থাকা পাহাড়ি জনগণের খাদ্যাভাব দূর করতে মহালছড়ি সেনা জোন নিয়মিত অসহায় ও দুস্থ জনসাধারণের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করছে। ত্রাণ বিতরণ কার্যক্রমের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য অঞ্চলে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রেখেছে।

দূর্গম এলাকার অসহায় ও দুস্থ পরিবারের সদস্যদের মাঝে স্বস্তি ফিরিয়ে আনতে বাংলাদেশ সেনাবাহিনী এ ধরণের কার্যক্রম অব্যহত রাখবে বলেও জানান।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: মহালছড়ি, সেনাবাহিনী
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন