মহেশখালীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

মহেশখালী প্রতিনিধি:

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ১৫ আগস্ট মঙ্গলবার মহেশখালীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়।

উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় শোক দিবস পালন করেন।

জাতীর জনকের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আজ ১৫ আগস্ট উপজেলা প্রশাসনের উদ্দ্যোগে বের করা হয় এক শোক র‌্যালি। সকাল ১০টায় উপজেলা প্রশাসনের কার্যালয় চত্বর থেকে বের হওয়া শোক র‌্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বর এলাকায় এসে শেষ হয়। পরে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী  ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ আবুল কালামের সভাপতিত্বে অনুষ্ঠিত হওয়া ওই কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিক, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এম আজিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আনওয়ার পাশা চৌধুরী, সহকারী পুলিশ সুপার রতন দে, মহেশখালী অফিসার ইনচার্জ প্রদীপ কুমার দাশ,  উপজেলা সহকারী কমিশনার  ভূমি বিভীষণ কান্তি দাশ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফরিদুল আলম মুক্তিযোদ্ধা কমান্ডার আমজাদ হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল আলম শাকিব, সমাজসেবা কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা নিরেন্দ্র দে, প্রেসক্লাব সভাপতি হারুনুর রশিদ প্রমুখ ৷

প্রধান অতিথি আশেক উল্লাহ রফিক এমপি তার বক্ত্যবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি চারণ করতে গিয়ে শোকে কাতর হয়ে এ মহান মজলুম জননেতার অবদানের কথা বাংলার মানুষ কখনো ভূলতে পারবেনা বলে নিজের অভিমত ব্যক্ত করেন।

এছাড়াও আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ কৃষকলীগ শ্রমীক লীগ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন৷

উপজেলা মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, উপজেলার সকল মাধ্যমিক প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠান সমূহে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয় ৷

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন