‘মাদক ও মানবপাচারকারী যেই হোক না কেন তাকে ছাড় দেয়া হবে না’

4523 copy
রামু প্রতিনিধি:  
কক্সবাজারের রামু উপজেলা খুনিয়া পালং কমিউনিটি পুলিশের উদ্যোগে মানব পাচার ও মাদক প্রতিরোধমূলক এক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার খুনিয়া পালং ইউনিয়নের ধোয়া পালং এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।

খুনিয়া পালং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল গনি সওদাগরের সভাপতিত্বে উক্ত সভায় বক্তব্য রাখেন রামু থানার ওসি সাইকুল আহম্মেদ ভূঁইয়া, খুনিয়া পালং ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মাবুদ, রামু উপজেলা স্বেচছাসেবক লীগের সাধারণ সম্পাদক তপন মল্লিক, কমিউনিটি পুলিশের রামুর দায়িত্বপ্রাপ্ত (সিপিও) এস আই আতিকুর রহমান,  খুনিয়া পালং ইউনিয়ন যুবলীগের সভাপতি ও কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিদ্যুৎ, জকরিয়া মেম্বার, নজির মেম্বার, ইউনিয়নের যুবলীগের সাধারণ সম্পাদক মো. হাবিবুল্লাহ প্রমুখ।

সভায় ওসি বলেন, মানব পাচার ও মাদক প্রতিরোধ করতে পুলিশ অত্যন্ত সতর্ক এবং আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে। তবে এ অভিযানের পরিপূর্ণ সফলতা তখনই আসবে যখন জনগণ এই পাচার প্রতিরোধে এগিয়ে আসবে। মাদক ও মানব পাচারকারী যেই হউক না কেন তাকে ছাড় দেওয়া হবে না।

তিনি মানব পাচার ও মাদক রোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে কমিউনিটি পুলিশসহ সকলের সহযোগিতা কামনা করেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন