মানিকছড়িতে আর্ন্তজাতিক নারী দিবস পালিত

fec-image

মানিকছড়িতে “টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য” প্রতিপাদ্যে আর্ন্তজাতিক নারী দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার (৮ মার্চ) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মহিলা বিষয়ক কার্যালয় ও ডব্লিউজিইটিইএস প্রল্পের আয়োজনে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুম্পা ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান মো. শফিকুর রহমান ফারুক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. কামরুল আলম, থানা পরিদর্শক (তদন্ত) মো. ইলিয়াস, প্রধান শিক্ষক মো. আতিউল ইসলাম, এম.কে.আজাদ, বিপ্লব বিজয় চক্রবর্তী, মো. সাইফুল ইসলাম,ইউপি সদস্য মো. আসাদুল ইসলাম ও জয়িতা আমেনা আক্তার, উপজেলা এ্যাডুকেশন ফ্যাসিলিটেটর চাইহ্লাপ্রু মারমা প্রমুখ।

সভায় প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন জয়িতা আমেনার বিভীষিকায় জীবন কাহিনীর উদাহরণ তুলে ধরে বলেন, সমাজ ও পরিবারে আজও কন্যা শিশু বা কিশোরীকে অবহেলার দৃষ্টিতে দেখা হয়। এই দৃষ্টিভঙ্গী থেকে আমাদের বেড়িয়ে আসতে হবে। তবেই জয়িতা আমেনা আক্তারের মতো উদ্যোক্তা হওয়া যাবে। পরে প্রধান অতিথি ব্যক্তিগত তহবিল থেকে জয়িতা আমেনাকে নগদ ৫০ হাজার টাকা অনুদান দেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন