মানিকছড়িতে শ্রমিক অপহৃত

অপহরণ

মানিকছড়ি প্রতিনিধি :

পার্বত্য খাগড়াছড়ির মানিকছড়িতে নির্মাণাধীন ব্রিজের মো: নূর হোসেন (৪৫) নামে এক শ্রমিককে অপহরণ করেছে অজ্ঞাত অস্ত্রধারীরা। উপজেলার গচ্ছাবিল এলাকা থেকে রোববার রাত পৌনে ৯টার দিকে তাকে অপহরণ করা হয়। মো: নূর হোসেন লক্ষীপুর জেলার বানছানগর এলাকার মৃত আবদুল গণির ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত পৌনে ৯টার দিকে মানিকছড়ির গচ্ছাবিলের জামতলায় সড়ক ও জনপথ বিভাগের নির্মাণাধীন ব্রীজের নৈশপ্রহরী মো: নূর হোসেনকে ৫-৬ জনের একদল অজ্ঞাত স্বশস্ত্র ব্যাক্তি অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যায়।

মানিকছড়ি থানার অফিসার ইনচার্জ মো: শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অপহৃত শ্রমিককে উদ্ধারে অভিযান চলছে। এ ঘটনায় এখনো থানায় মামলা হয়নি।

প্রসঙ্গত, গেল বছরের ৬ জুলাই খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের মাটিরাঙার ব্যাঙমারায় সড়ক বিভাগের নির্মাণাধীন ব্রীজের চার শ্রমিককে একই কায়দায় অস্ত্রের মুখে অপহরণ করে সন্ত্রাসীরা। অপহরণের প্রায় ১৪দিন পর তাদের উদ্ধার করা হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন