মানিকছড়িতে সিত্রাংয়ের ছোবলে পাকা ধানে মই!

fec-image

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের ছোবলে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় আমনের আধাপাকা ধানে ব্যাপক ক্ষতি হয়েছে। বিলে বিলে আধাপাকা ধান শুয়ে পড়ায় ক্ষতির আশঙ্কায় প্রান্তিক কৃষক।

উপজেলা কৃষি অফিস সূত্রে ও সরজমিনে দেখা গেছে, চলতি মৌসুমে উপজেলায় ২৯৮৬ হেক্টর জমিতে আমন ধান চাষ হয়েছে। বর্তমানে ৬০ শতাংশ জমিতে ধান আসলেও সব ধানই এখনো অপরিপক্ক। তারমধ্যে ৩০ শতাংশ ধানে রং ধরেছে। কিন্তু সোমবার (২৪ অক্টোবর) রাতে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের আচমকা ছোবলে উপজেলায় গড়ে ২০শতাংশ জমির ধান শুয়ে পড়েছে। এতে প্রান্তিক কৃষক আতঙ্কিত হয়ে পড়ে। তবে স্বস্তির বিষয় যে, বাতাসের সাথে বা আগে-পরে বৃষ্টি না হওয়ায় শুয়েপড়া ধান এখনো পানিতে তলিয়ে বা ডুবে যায়নি।

সোমবার (২৪ অক্টোবর) সকাল ১১টায় উপজেলার তিনটহরী প্রাথমিক বিদ্যালয়ের সামনে হাজী ইকবাল হোসেনের বিলে গিয়ে দেখা গেছে, প্রায় ৩০ একর আমনের ২০ শতাংশ ধান শুয়ে গেছে! বড়বিল ও যোগ্যাছোলা, কুমারী, কালাপানি, ডাইনছড়ি ও বাটনাতলী এলাকায়ও আধাপাকা ধানে সিত্রাংয়ের ধকলে ধান খেত ক্ষতির খবর পাওয়া গেছে।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসিনুর রহমান ঘূর্ণিঝড় সিত্রাংয়ের ছোবলে উপজেলার অন্তত ২৫-৩০ শতাংশ জমিতে আধাপাকা আমন ধান শুয়ে পড়ার সত্যতা নিশ্চিত করে বলেন, বাতাসের সাথে ভারী বৃষ্টি না হওয়ায় আপাতত স্বস্তি পাওয়া গেলেও ভারী বৃষ্টি হলে বা জমিতে পানি জমে গেলে প্রান্তিক কৃষকের জীবন নাশ হবে! সবেমাত্র ধান রং ধরেছে, এখনো কাটার উপযোগী হয়নি।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন