‘মিয়ানমারে চলছে আইয়ামে জাহেলিয়া, অথচ বিশ্বমোড়লরা নিরব’

920-copy

মানিকছড়ি প্রতিনিধি:

সম্প্রতি মিয়ানমারে সরকারি বাহিনী কর্তৃক মুসলিম রোহিঙ্গাদের গণহত্যা ও নির্মম নির্যাতনের প্রতিবাদে  শুক্রবার মানিকছড়িতে মুসল্লিদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন পালিত হয়েছে।

শুক্রবার জুমার নামাজ শেষে উপজেলার উপজেলা আহলে সুন্নত ওয়াল জামায়াত এর উদ্যোগে মহামুনি জামে মসজিদ, বাজার কেন্দ্রিয় জামে মসজিদ, উপজেলা জামে মসজিদ, গুচ্ছগ্রাম জামে মসজিদ এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন STOP! MAYANMAR MUSLIM KILIING অং সান সূচী’র নোবেল পুরস্কার প্রত্যাহারসহ সরকারের বিরুদ্ধে নানা ধরণের শ্লোগান নিয়ে পৃথক পৃথক ব্যানার, ফেস্টুন সম্বলিত হাজারো মুসল্লি মিয়ানমারে মুসলিম রোহিঙ্গা গণহত্যা, ধর্ষণ, বর্বরোচিত ও নিপীড়িত নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল নিয়ে আমতলায় এসে সমবেত হয়। পরে সেখানে রাস্তার দু’পাশে হাজারো মানুষ মানববন্ধনে মিলিত হয়।

ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে যুবলীগ নেতা মাও. কাউচার হামিদ সঞ্চালিত পথসভায় বক্তব্য রাখেন নেতা মো. আকতার হোসেন ভূঁইয়া, মো. সামায়ন ফরাজী সামু, আওয়ামী লীগ নেতা মো. শফিকুর রহমান ফারুক, আহলে সুন্নত ওয়াল জামায়াত নেতা মাও. আবদুল জলিল, উপদেষ্টা ও সাবেক উপজেলা চেয়ারম্যান এমএ. রাজ্জাক ও আহলে সুন্নত ওয়াল জামায়াতের সভাপতি মাওলানা মো. আনোয়ার হোসাইন প্রমূখ।

সভায় বক্তারা বলেন, বৌদ্ধ ধর্ম মতে জীব হত্যা মহাপাপ। যদি তাই হয় তাহলে মিয়ানমারে কিভাবে মুসলিম রোহিঙ্গাদের ওপর গণহত্যা, ধর্ষণ, বর্বরোচিত নির্যাতন-নিপিড়ন চলছে?

বিশ্ব মোড়লদের সমালোচনা করে বক্তারা বলেন, পৃথিবীর অন্যত্র গাছের পাতা পড়লেও মোড়লরা খবর রাখে, অথচ আজ মিয়ানমারে চলছে আইয়ামে জাহেলিয়া যুগের চেয়েও ভয়াবহ বর্বরোচিত হত্যাযহজ্ঞ চলছে! তবুও আজ তারা নিরব! বাংলাদেশ সরকারের মাধ্যমে ওই মায়ানমার সরকারের তাণ্ডবলীলা বন্ধে বিশ্ব নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনা করেন মুসল্লিরা।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন