মোবাইল ওয়ার্ল্ড কনগ্রেস ২০১৭-তে সেরা স্মার্টফোন হিসেবে স্বীকৃতি পেয়েছে স্যামসাং গ্যালাক্সি এস৭ এজ

S7 edge PR image copy

বিজ্ঞপ্তি:

স্যামসাং’র এ উদ্ভাবনী ফ্ল্যাগশিপ ডিভাইসকে বেস্ট মোবাইল হ্যান্ডসেটস এন্ড ডিভাইস ক্যাটাগরিতে স্বীকৃতি দিয়েছে জিএসএমএ।

২৮ ফেব্রুয়ারি ঘোষণা করেছে ২০১৭ সালের মোবাইল ওয়ার্ল্ড কনগ্রেসে বার্ষিক গ্লোবাল মোবাইল অ্যাওয়ার্ডস-এ বেস্ট মোবাইল হ্যান্ডসেটস এন্ড ডিভাইস ক্যাটাগরিতে স্যামসাং গ্যালাক্সি এস৭ এজ সেরা স্মার্টফোন হিসেবে স্বীকৃতি পেয়েছে।

মোবাইল উদ্ভাবনে শীর্ষস্থানীয় ব্র্যান্ড হিসেবে স্যামসাং, সেরা মানের হার্ডওয়্যার, সফ্টওয়্যার ও সেবাসমূহ এবং বিশ্বব্যাপী গ্রাহকদের জন্য নতুন উদ্ভাবন আনতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। চমৎকার ডিজাইন, অত্যাধুনিক ক্যামেরা এবং অসাধারণ কার্যক্ষমতার জন্য গ্যালাক্সি এস৭ এজ স্মার্টফোনকে এ স্বীকৃতি দেওয়া হয়।

স্যামসাং ইলেকট্রনিক্স’র গ্লোবাল প্রোডাক্ট স্ট্র্যাটিজি, মোবাইল কমিউনিকেশন বিজনেস’র ভাইস প্রেসিডেন্ট জুনহো পার্ক বলেন, ‘স্যামসাং গ্যালাক্সি এস৭ এজ-এ আমাদের কারিগরি ডিজাইন এবং উদ্ভাবনের জন্য এ স্বীকৃতি পেয়ে আমরা সম্মানিত। এ সম্মান আমাদের ধারাবাহিক কর্ম প্রচেষ্টার ফল এবং আমরা যুগান্তকারী মোবাইল প্রযুক্তি নিয়ে আসার মাধ্যমে গ্রাহকদের প্রত্যাশা পূরণ অব্যাহত রেখেছি’।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন