রাখাইনে ২০০ বাড়ি পুড়িয়ে দিয়েছে মিয়ানমার সেনাবাহিনী

fec-image

মিয়ানমারের সেনাবাহিনী পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যের লেক্কা গ্রামে ২০০ বাড়িঘর পুড়িয়ে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় অধিবাসীরা এ কথা জানিয়েছেন।

বিরান গ্রামটি মারাউক-উ টাউনশিপ থেকে ১১ কিলোমিটার দূরে ইয়াঙ্গুন-সিত্তুই রোডের পাশে অবস্থিত। গত মাসে মিয়ানমার সেনাবাহিনী ও আরাকান আর্মির মধ্যে সংঘর্ষের পর গ্রামবাসীরা পালিয়ে গিয়ে ক্যাম্পে আশ্রয় নেয়।

স্থানীয়রা জানায়, মিয়ানমারের প্রায় ১৫০ জন সেনা শনিবার সকালে তেইন নিয়ে নামের ওই এলাকায় যায়। ৫০ জনের মতো সেনা লেক্কা গ্রামে প্রবেশে করে এবং বিকেল ৪টার দিকে তারা বেরিয়ে আসে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক গ্রামবাসী বলেন, আমি দূর থেকে দেখি সেনারা গ্রামে ঢুকছে। এর পাঁচ মিনিট পর গোলাগুলির শব্দ শুনি ও ধোঁয়া দেখতে পাই। আমরা শুধু দেখি, কিছু করতে পারিনি।

মিয়ানমার সেনাবাহিনী অবশ্য জানায় যে ওই এলাকায় এএ’র সঙ্গে তাদের সংঘর্ষ হয়েছে এবং এএ বাড়িঘরে আগুন লাগিয়েছে।

সূত্র: South Asian Monitor

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: মিয়ানমার, রাখাইনে, সেনাবাহিনী
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন