রাঙামাটিতে অস্ত্রের মুখে আওয়ামীলীগকে ভোট দিতে দেয়া হয়নি- ফিরোজা বেগম চিনু এমপি

Rangamati  Mp pic-1

রাঙামাটি সংবাদদাতা :

জাতীয় সংসদ নির্বাচনে পাহাড়ে সশস্ত্র গ্রুপ অস্ত্রের মুখে জিম্মি করে আওয়ামীলীগকে ভোট দিতে দেয় নি বলে অভিযোগ করেছেন রাঙামাটির সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু। তিনি বলেন, অস্ত্রের ভয় দেখিয়ে রাঙামাটি জেলায় আওয়ামীলীগ সমর্থিত ভোটারদের ভোটাধিকার কেড়ে নেয়া হয়েছে। যার কারণে এবার আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী বিজয় ছিনিয়ে আনতে পারেনি। তবে এটা আওয়ামীলীগের পরাজয় হতে পারে না।

শুক্রবার সকাল ১০টায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় এমপি ফিরোজা বেগম এসব কথা বলেন। এসময় রাঙামাটির প্রবীণ সাংবাদিক ও দৈনিক গিরিদর্পণ সম্পাদক এ,কে,এম মকছুদ আহমেদ, রাঙামাটি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মাহবুবুর রহমান, চিংকিউ রোয়াজা, সাধারণ সম্পাদক মোঃ মুছা মাতব্বর, প্রতিবন্ধী স্কুলের সহ-সভাপতি মোহাম্মদ নুরুল আবছারসহ কর্মরত সংবাদকর্মীরা মতবিনিময় করেন।

এমপি ফিরোজা বেগম আরো বলেন, পার্বত্য এলাকায় চলমান খুন, অপহরণ, রাহাজানি সন্ত্রাসী কার্যকলাপ বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে। পার্বত্যাঞ্চলে যে কোন মূল্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করা হবে। পাহাড়ের গুটিকয়েক বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী এলাকার উন্নয়নে বাধা দিয়ে অশান্তি সৃষ্টির পাঁয়তারা করছে। তাদের বিরুদ্ধে লেখনীর মাধ্যমে সোচ্চার হতে সাংবাদিকদের আহবান জানান তিনি।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: রাঙামাটিতে
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন