রাঙামাটিতে তৃণমূল কৃষকদের নিয়ে সেতু বন্ধন তৈরী শীর্ষক কর্মশালা

Rhdc Picture 10-10-13-02

আলমগীর মানিক, রাঙামাটি:
স্থানীয় কৃষকদের উৎপাদিত পণ্য সঠিকভাবে বাজারজাতের লক্ষ্যে ব্যবসায়ী ও সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের সাথে কৃষকদের মধ্যে সেতু বন্ধন তৈরী শীর্ষক দিনব্যাপী কর্মশালা গতকাল বৃহস্পতিবার রাঙামাটিতে অনুষ্ঠিত হয়।

কর্মশালায় বক্তারা বলেন, পার্বত্যাঞ্চলের কৃষকরা দুর্গমতার যোগাযোগের কারণে তাদের উৎপাদিত পন্য সঠিকভাবে বাজারজাত ও পণ্যর নায্য মূল্য পাচ্ছেন না। এজন্য উৎপাদিত পন্য সংরক্ষণের জন্য হিমাগার স্থাপন ও অন্যান্য ব্যবসায়ী প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ গড়ে তোলা প্রয়োজন।  

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ কার্যালয়ে সন্মেলন কক্ষে স্থানীয় গ্রিনহিলের আয়োজনে ও হেলভেটাস সুইস ইন্টারকো-অপারেশন বাংলাদেশের সহায়তায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা। তৃণমুল মানুষের আর্থ-সামাজিক ক্ষতায়ন প্রকল্পের আওতায় কর্মশালায় সভাপতিত্ব করেন গ্রীনহীলের সভাপতি টুকু তালুকদার। বিশেষ অতিথি ছিলেন সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট এন্ড কর্পোরেশন বাংলাদেশের আবাসিক প্রতিনিধি পিলিক পল বেচমেন, এ্যাকমি লিমিটেডের সহকারী সেলস ম্যানেজার মোছাদ্দেক হেলানী, বাংলাদেশ বন গবেষনার ইস্টিটিউটের চট্টগ্রামের মূখ্য গবেষক ড. শাহিনা আক্তার।
কর্মশালায় প্রবন্ধন পাঠ করেন গ্রীনহীলের কর্মসূচি পরিচালক যতন কুমার দেওয়ান, হেলভেটাস সুইস ইন্টারকো-অপারেশন বাংলাদেশের সহকারী পরিচালক উম্মে হাবিবা।  
দিনব্যাপী কর্মশালায় তৃণমূল পর্যায়ের সুবিধাভোগী কৃষক, ব্যবসায়ী, কৃষিবিদ, সরকারী কর্মকর্তা,এনজিও কর্মকর্ত্,া সাংবাদিকরা অংশ নেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন