রাঙামাটিতে ফরমালিন ব্যবহার রোধ বিষয়ে মতবিনিময় সভা

Fish week Picture 01

স্টাফ রিপোর্টার, রাঙামাটি :

রাঙামাটিতে ফরমালিন ব্যবহার রোধ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৪ উপলক্ষে গণমাধ্যম কর্মীদের সাথে রাঙামাটি জেলা মৎস্য প্রশিক্ষাণ কেন্দ্রে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় রাঙামাটি জেলা মৎস্য কর্মকর্তা (অঃদঃ) মো. আব্দুল হান্নান মিয়া, উপ-প্রকল্প পরিচালক মো. আব্দুল রহমান, মৎস্য কর্মকর্তা মনিরুর ইসলাম, মো. সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।

সভায় জেলা মৎস্য কর্মকর্তা মো. আব্দুল হান্নান মিয়া বলেন, রাঙামাটিতে মাছে ফরমালিন ব্যবহার অনেকাংশে কমে এসেছে। ২০১০ সালে রাঙামাটি জেলায় প্রথম ফরমালিন প্রতিরোধে অভিযান শুরু করা হয়। তখনকার তুলনায় ২০১৩-১৪ সালে ৯৫টি মোবাইল কোর্ট পরিচালনা করে রাঙামাটি মৎস্য অধিদপ্তর। এসময় বিভিন্ন বাজারের মৎস্য ব্যবসায়ীদেরকে অর্থদন্ডসহ বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়। মানুষের জীবন বা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোন দ্রব্য, খাদ্য পণ্যের সাথে মিশ্রণ করলে অনূর্ধ্ব দুই বৎসর কারাদন্ড বা অনধিক দুই লক্ষ টাকা অর্থ দন্ড, বা উভয় দন্ডে দন্ডিত হবে।

তিনি আরো বলেন, আমরা আমাদের অভিযান আরো ভালো ভাবে পরিচালনা করতে পারতাম, যদি আমাদের কাছে আরো কয়েকটি ফরমালিন মুক্তকরণ কিট থাকতো। মেশিনের সল্পতার কারণে ফরমালিন মুক্তকরণ অভিযান বাধাগ্রস্থ হচ্ছে। তাছাড়া ফরমালিন ব্যবহারে সম্বলিত ভাবে জনসচেনতা সৃষ্টি করা গেলে এর ব্যবহার অনেকাংশে কমে আসবে বলে জানান আশা করেন তিনি।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন