দীঘিনালায় ফলদ কৃষি মেলা উদ্বোধন

Krisi Mela

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি :

‘দেশী ফলের অনেক গুণ, নেইকো জুড়ি তার-স্বাদে অর্থে তুলনাহীন, পুষ্টি কিংবা আহার’ এই প্রতিপাদ্য বিষয়কে ধারন করে খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলায় শুরু হয়েছে তিন দিনব্যাপী ফলদ কৃষি মেলা ২০১৪। রবিবার সকাল ১১টায় উপজেলা শিল্পকলা একাডেমীতে ফলদ কৃষি মেলা উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলুল জাহিদ পাভেল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি আসনের সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক আবুল কাশেম, উপজেলা প্রাণী সম্পদ কেন্দ্রের  কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম খান, উপজেলা মৎস্য কর্মকর্তা অপর্না চাকমা, দীঘিনালা থানার অফিসার ইনচার্জ শাহাদাৎ হোসেন টিটো প্রমূখ।

ফলদ বৃক্ষ মেলা ২০১৪ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সালাউদ্দিন আহমেদ। এসময় সফল চাষী হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালার সফল চাষী তুষার কান্তি বসুসহ আরও বেশ’কজন সফল চাষী।

আলোচনা সভা শেষে দীঘিনালা উপজেলা কৃষি সম্প্রসারণ প্রাঙ্গনে আয়োজিত কৃষি মেলার ফিতা কেটে শুভ উদ্বোধন করেন কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। এরপর মেলায় অংশ নেয়া সরকারী-বেসরকারি মোট ১৫টি স্টল ঘুরে দেখেন তিনি।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন