রাঙামাটিতে বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

fec-image

রাঙামাটি জেলা শ্রমিক লীগের আয়োজনে জাতির পিতার ৪৮তম শাহাদত বার্ষিকী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২০ আগস্ট) বিকেলে জেলা আওয়ামী লীগের দলী কার্যালয়ে এ শাহাদত বার্ষিকী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। তিনি বলেন, বঙ্গবন্ধু ১৭ বছর জেল কেটেছেন। অথচ তিনি যদি চিন্তা করতেন তাহলে পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে পারতেন। কিন্তু তিনি জাতিকে মুক্তি দিতে সংগ্রামের পথকে বেঁচে নিয়েছেন। জাতিকে মুক্তি দিয়েছেন।

জেলা শ্রমিকলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোক্তার আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মুছা মাতব্বর, উপ দপ্তর সম্পাদক শহিদুজ্জামান মহসিন রোমান, জেলা শ্রমীকলীগের সাধারণ সম্পাদক মো. শামসুল আলম, জেলা মৎস্যজীবী লীগের সভাপতি উদয়ন বড়ুয়া, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক উদয় শংকর চাকমা, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রোকেয়া বেগমসহ অন্যান্যরা।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন