রাঙামাটিতে মাস্ক না পরায় জরিমানা

fec-image

মহামারী করোনা মোকাবিলায় রাঙামাটি জেলা প্রশাসন শুরু থেকে মাঠে তৎপর রয়েছে। কেউ মাস্ক পরলে করা হচ্ছে জরিমানা। বাড়ানো হচ্ছে সচেতনতা।

সোমবার (২২ মার্চ) দুপুরে জেলা শহরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে, জেলা প্রশাসনের মোবাইল কোর্ট। এসময় মাস্ক না পরায় পাঁচ জনকে ১২০০ টাকা, নোংরা পরিবেশে খাবার পরিবেশন করায় একটি রেস্তোঁরা এবং মোটরসাইকেল চালানোর সময় হেলমেট না পড়ায় দুই ব্যক্তি সহ সর্বমোট সাত হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

মোবাইল কোর্ট পরিচারনাকারী ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসনের সহকারী কমিশনার রুম্পা ঘোষ বলেন, করোনার ভয়াবহতা বেড়ে যাওয়ায় সরকারের নির্দেশনা মেনে জেলা প্রশাসন অভিযান পরিচালনা করছে। করোনার ক্রান্তিকাল সময়ে এ অভিযান অব্যাহত রাখা হবে বলে যোগ করেন ম্যাজিস্ট্রেট।

এসময় জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন