রাঙামাটির ৯টি ইউপির নব নির্বাচিত চেয়ারম্যাদের শপথ গ্রহণ সম্পন্ন

Rangamati dc UP pic1 copy

স্টাফ রিপোর্টার:

রাঙামাটি জেলার ১০উপজেলার ৪৯টি উইনিয়নের ৯টি ইউপি চেয়ারম্যাদের শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টায় রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে নব নির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক শামসুল আরেফিন।

এ সময় রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি, মানিকছড়ি, কুতুকছড়ি, বড়াদম, জীপতলী ও বন্দুকভাঙ্গা এবং বিলাইছড়ি উপজেলার সদর ইউনিয়ন, কেংড়াছড়ি, ও ফারুয়া ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যানরা শপথ গ্রহণ করেন।

অনুষ্ঠানে রাঙামাটি জেলা নির্বাচন কর্মকর্তা মো. নাজিম উদ্দিন, রাঙামাটি সদর উপজেলা চেয়ারম্যান অরুন কান্তি চাকমা, বিলাইছড়ি উপজেলার চেয়ারম্যান শুভ মঙ্গল চাকমা, রাঙামাটি সদর বরুন কান্তি চাকমা ৫নং বন্দুকভাঙ্গা, ৩নং সাপছড়ি মৃনাল কান্তি চাকমা, ৬নং বালুখালী, বিজয় গিরি চাকমা ২নং মগবান বিশ্বজিৎ চাকমা, কানন চাকমা ৪নং কুতুকছড়ি, সুদত্ত কার্বারী ১নং জীবতলী, ২নং কেংড়াছড়ির অমর চাকমা, ৩নং ফরুয়া বিদ্যালাল তঞ্চঙ্গা, ১নং বিলাইছড়ির ইউপি চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান উপস্থিত ছিলেন।

শপথ গ্রহণ শেষে রাঙামাটি জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন বলেন, রাঙামাটি জেলার ১০উপজেলার ৪৯টি উইনিয়নের ৯টি ইউপি নব নির্বাচত চেয়ারম্যানদের শপত গ্রহণ সম্পন্ন হয়েছে।

এ শপথ গ্রহণের মাধ্যেমে ইউপি চেয়ারম্যানরা তাদের নিজ এলাকার দায়িত্ব ভারগ্রহণ করলেন। প্রতিটি ইউপি চেয়ারম্যান উন্নয়নের প্রতিনিধি। তাদের মাধ্যমে পাহাড়ে অঞ্চলের মানুষের জীবনে পরির্বতন আসবে। উন্নয়নের সুফলতা আসবে বিভিন্ন্ কর্মক্ষেত্রে।

তিনি আরও বলেন, রাঙামাটির যে কোন অপ্রীতিকর সহিংসতা মুলক কর্মকাণ্ডে প্রতিরোধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এসব ইউপি চেয়ারম্যানরা। এতে করে সকল সম্প্রদায়িক মানুষের মধ্যে বিশ্বাস ও আস্তার মিলন ঘটবে। তিনি রাঙামাটির নবনির্বাচীত ইউপি চেয়ারম্যানদের সততা, নিষ্ঠা ও দক্ষততার সাথে সমস্য, সম্ভাবনা ও জন কল্যাণেমূলক কাজ করার আহ্বান জানান।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন