রাঙ্গামাটিতে টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্প জেলা সমন্বয় কমিটির সভা

রাঙ্গামাটি প্রতিনিধি :

পার্বত্য চট্টগ্রাম এলাকায় টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্প জেলা সমন্বয় কমিটির সভা বৃহস্পতিবার (১৫নভেম্বর) সকালে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। এ সময় বোর্ডের সদস্য পরিকল্পনা ও প্রকল্প পরিচালক ড. প্রকাশ কান্তি চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক এস এম শফি কামাল, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমেদ, রাঙ্গামাটি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অরুন কান্তি চাকমা, কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম চৌধুরী, জুরাছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান উদয় জয় চাকমা, বাঘাইছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান বড় ঋষি চাকমা, এসএসএসসিএইচটি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মো. জানে-ই-আলম, ইউনিসেফ এর প্রোগ্রাম অফিসার মং ঞাই’সহ সিভিল সার্জন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, জনস্বাস্থ্য প্রকৌশল, পরিবার পরিকল্পনা, কৃষি সম্প্রসারণ, শিশু একাডেমির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় প্রজেক্টরের মাধ্যমে প্রকল্পের প্রি-স্কুল কার্যক্রম, স্বাস্থ্যসেবা, কৃষি, টিকাদান কার্যক্রম, সাম্প্রতিক সময়ে প্রকল্পের অর্জন, শিশুর জন্ম নিবন্ধন, কিশোর কিশোরী ক্লাব গঠন, কিশোর কিশোরীদের ক্রীড়া ও সাংস্কৃতিক উন্নয়নে বিভিন্ন তথ্য উপাত্ত উত্থাপিত হয়।

এ প্রকল্পের মাধ্যমে প্রত্যন্ত এলাকার মানুষ যাতে উপকৃত হয় সে বিষয়ে সকলের সমন্বয় ও সুপরামর্শ প্রদানের আহ্বান জানান সভার সভাপতি।

উল্লেখ্য, গত ১০ এপ্রিল তারিখে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় “পার্বত্য চট্টগ্রাম এলাকায় টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্প” অনুমোদিত হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন