রাঙ্গামাটি জেলা পরিষদের ক্রীড়া সামগ্রী বিতরণ

রাঙামাটি প্রতিনিধি:

পুরুষের পাশপাশি নারীদের ক্রীড়া ক্ষেত্রে উৎসাহী করতে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ থেকে বিভিন্ন ক্রীড়া প্রতিষ্ঠানে ক্রীড়া সরঞ্জাম বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য মনোয়ারা আক্তার জাহান উপস্থিত থেকে এসব ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।এসময় মাঝেরবস্তি মহিলা ক্রীড়া সংঘের শিল্পী দে, শিলা রায়, রুমা নেওয়ার, শান্তা ত্রিপুরাসহ বিভিন্ন ক্রীড়া প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

ক্রীড়া সরঞ্জাম বিতরণকালে জেলা পরিষদ সদস্য মনোয়ারা বলেন, শত বাধার পরও নারী খেলোয়াড়রা বিভিন্ন খেলায় অংশ নিয়ে দেশের জন্য সুনাম বয়ে আনছে। ক্রীড়াজগতে আসার ক্ষেত্রে আমাদের মানসিকতা বড় করতে হবে। পুরুষ ও নারী উভয়কে সমান দৃষ্টিতে দেখতে হবে। সেটা করা হলে মহিলা খেলোয়াড়রাও ক্রীড়া ক্ষেত্রে বিশ্বে উজ্জ্বল করবে বাংলাদেশের নাম। এসময় তিনি প্রত্যেক ক্রীড়া সংগঠন প্রধানদের হাতে পরিষদের পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী প্রদান করেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন