রাঙ্গুনিয়ায় বোরো ধান কাটার ধুম

mat vora dhan

রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ বোরো ধান ঘরে তোলার কাজে ব্যস্ত সময় পার করছেন রাঙ্গুনিয়ার কৃষক। তবে যতটা আনন্দে আর ধিরস্থিরভাবে ধান কাটার কথা তার চেয়ে দ্রুত গতিতে এগিয়ে চলছে ধান কাটার কাজ। এর পেছনে একমাত্র কারণ আবহাওয়ার স্বেচ্ছাচারিতা। বৃষ্টিপাত বা বাতাসের বেগে ফসল তলিয়ে যাওয়া কিংবা ধান গাছ হতে ফসল বিচ্ছিন্ন হবার ভয় সব বর্গা ও প্রান্তিক চাষীদের মনে। এ বছর ইরি-বোরো আবাদের প্রথমে কৃষকদের মনে আবহাওয়ার বিরুপ প্রতিক্রিয়া নিয়ে কিছুটা ভয় থাকলেও অতিবৃষ্টি, আনাবৃষ্টি বা অন্যান্য কারনে তেমনটা ব্যাহত হয়নি চাষ প্রকৃয়া। রাঙ্গুনিয়ায় এ বছর গুমাই বিল এবং উত্তর ও দক্ষিন রাঙ্গুনিয়ার আরও বিভিন্ন বিলে হাজার হাজার একর জমিতে চাষাবাদ হয়েছে। যার মধ্যে কৃষি অফিসের সূত্র মতে শুধুমাত্র গুমাই বিলেই প্রায় ৫-৬ হাজার একর জমিতে চাষাবাদ হয়। এ বছর বীজ,সার, কীটনাশক ও শ্রমিকের মজুরি খরচ বেশি হলেও তা মিঠিয়ে কোনমতে পোষিয়ে নিতে পারবেন বলে জানান, গুমাই বিলের একজন কৃষক। তবে কয়েকজন কৃষক বলেন, চাষের মধ্যকালীন সময়ে মাজরা পোকা ও পাতামোড়া রোগ দেখা দিলে সেখানেও তাদের কিছু অর্থ ব্যায় হয়। তবে যদি ঠিকমত ফসল ঘরে নেওয়া যায় তাহলে কিছুটা হলেও লক্ষ্যমাত্রা অর্জিত হবে তাদের। দক্ষিন রাঙ্গুনিয়ার সাহারের বিলের কৃষক কুসুম জানায়, এ বছর অন্যান্য বছরের তুলনায় ফসল অনেকটাই ভাল। তবে ফসল কাটার দিনে এসেও শ্রমিকদের বেতন জন প্রতি ৬০০ থেকে ৮০০ টাকার গুনতে হচ্ছে। যা কৃষকদের জন্য ভোগান্তির কারণ হিসেবে দাঁড়িয়েছে। কারন, উৎপাদন ব্যায় এক্ষেত্রে অনেকটাই বেড়ে গেছে। সে যাই হোক, শেষ পর্যন্ত ফসল বিনষ্ট হতে পারে এমন দূর্যোগের হাত থেকে ফসলকে রক্ষা করে ঘরে তোলার চেষ্টায় রয়েছেন তারা।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন