রাজস্থলীতে দুই দিনব্যাপী হরতালের সমাপ্তি

fec-image

রাঙামাটির রাজস্থলীতে ছাত্রলীগ নেতা সালাউদ্দিনকে অপহরণের প্রতিবাদ এবং অবিলম্বে উদ্ধারের দাবিতে উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নে সচেতন নাগরিক কমিটির ডাকা গতকাল মঙ্গলবার ও আজ বুধবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দুই দিনের ২৪ ঘণ্টা হরতাল পালন শেষ হয়েছে।

বুধবার (২১ ডিসেম্বর) বিকেলে সচেতন নাগরিক কমিটির পক্ষ থেকে এমন তথ্য জানানো হয়। তবে পরবর্তী কী কার্যক্রম ঘোষণা করা হবে সে বিষয়ে কোন তথ্য জানানো হয়নি।

এদিকে গত দু’দিনের হারতালের কারণে রাজস্থলী-চন্দ্রঘোনা ও বান্দরবান সড়কে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ ছিলো। এসময় রাজস্থলী উপজেলা থেকে দূরপাল্লার কোন যানবাহন ছেড়ে যায়নি। বন্ধ ছিলো সকল দোকান-পাট। হরতালের কারণে সাধারণ সমানুষকে চরম ভোগান্তি পৌঁহাতে হয়েছে। ব্যবসায়ীদেও যেমন আর্থিক ক্ষতি হয়েছে তেমনি দূর-দূরান্তের যাত্রীদের দুর্ভোগ পৌঁহাতে হয়েছে।

রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, ‌‌‘গতকাল মঙ্গলবার সকাল থেকে শান্তিপূর্ণভাবে হরতাল পালিত হয়েছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সকল প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে সড়কে গত দু’দিন পুলিশি ব্যবস্থা জোরদার ছিলো।

উল্লেখ্য, অপহৃত ছাত্রলীগ নেতা সালাউদ্দিন রাজস্থলী উপজেলার ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক। তার বড় ভাই উপজেলার ছাত্রলীগের সহ-সভাপতি ফেরকান হোসেন এবং বাবা উপজেলার আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

গত ৪ ডিসেম্বর উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের আমতলী পাড়া নামক এলাকা থেকে তিনি নিখোঁজ হন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: রাঙামাটি, রাজস্থলী, হরতাল
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন