রামগড়ে ইউএনও নেই ১ মাস: তবুও বাস ভবনে আনসার প্রহরা

fec-image

খাগড়াছড়ির রামগড়ে উপজেলা নির্বাহি অফিসারের (ইউএনও) পদটি দীর্ঘ এক মাস ১০ দিন যাবৎ শূন্য রয়েছে। গত ৩০ জুলাই ইউএনও আ.ন.ম বদরুদ্দোজা বদলী হয়ে যাওয়ার পর এখনও মাঠ প্রশাসনের এ গুরুত্বপূর্ণ পদে নতুন কাউকে পোস্টিং দেয়া হয়নি।এদিকে ইউএনও না থাকলেও এ কর্মকর্তার সরকারি বাস ভবনে আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।

জানা যায়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন শাখা হতে ৩০ জুলাই জারীকৃত এক আদেশে রামগড়ের উপজেলা নির্বাহী অফিসার আ.ন.ম বদরুদ্দোজাকে কক্সবাজার জেলার অতিরিক্ত জেলা প্রশাসক পদে বদলি করা হয়। এর প্রেক্ষিতে খাগড়াছড়ি জেলা প্রশাসক ৬ আগষ্ট তাঁর রিলিজ অর্ডার( অবমুক্ত) করেন। বদলি হয়ে যাওয়ার এক মাস পরও এ শূন্য পদে নতুন কাউকে এখনও পোস্টি দেয়া হয়নি।

উপজেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ এ সর্বোচ্চ পদটি শূন্য থাকায় উপজেলার দাপ্তরিক কাজকর্মে প্রায় অচলাবস্থা বিরাজ করছে। বর্তমানে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ভারপ্রাপ্ত ইউএনও হিসেবে দায়িত্ব পালন করছেন।

ভুমি অফিসের ব্যস্ততম দাপ্তরিক কর্মকান্ড সম্পাদন করার পর উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসের কাজ-কর্ম করতে হয় সহকারি কমিশনার (ভূমি)কে। এতে তাঁকে অতিরিক্ত চাপে থাকতে হচ্ছে।

এ ব্যাপারে সহকারি কমিশনার (ভূমি) সজীব কান্তি রুদ্র বলেন, ভূমি অফিস ও ইউএনও অফিস দুটিই অতি গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম দপ্তর। বাড়তি চাপ হলেও সরকারি আদেশ অনুযায়ী দায়িত্ব পালন করছি।

তিনি বলেন, নতুন ইউএনও পোস্টিং হলে আবার সব স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। এদিকে, এক মাসেরও বেশি সময় যাবৎ ইউএনও’র পদ শূন্য থাকায় তাঁর সরকারি বাসভবন খালি রয়েছে। তবুও অন্যান্য উপজেলার মত এখানেও ইউএনও’র বাসভবনে আনসার সদস্য মোতায়ন করা হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, এখানে পাঁচজন নিরস্ত্র আনসার সদস্য মোতায়ন করা হয়। এরা পর্যায়ক্রমে দিবারাত্রি ডিউটি করছেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: উপজেলা নির্বাহি অফিসারে, জনপ্রশাসন মন্ত্রণালয়
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন