৪ ঘন্টা পর মেরামত করা হলো রামগড়-খাগড়াছড়ি সড়কের স্টিল ব্রিজ : এখন যান চলাচল স্বাভাবিক

IMG_20131107_110305963

রামগড় প্রতিনিধি : 

খাগড়াছড়ির রামগড়-খাগড়াছড়ি মহাসড়কের তৈছালাপাড়া বনবিথী সংলগ্ন এলাকার স্টিল ব্রিজটি আজ শনিবার দুপুর ২টায় আবারো ভেঙ্গে পড়ে। ব্রিজটি ভেঙ্গে পড়ায় ছোট আকারের যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করলেও ভারী যানবাহন চলাচল বন্ধ ছিল। ৪ ঘন্টা পর সন্ধ্যা ৬টার দিকে ব্রিজটি মেরামত করা হয়েছে। এখন সব ধরনের যান চলাচল স্বাভাবিক রয়েছে।

উল্লেখ্য, ব্রিজটি চলতি মাসের ৭ নভেম্বর ভেঙ্গে পড়লে  সড়ক ও জনপদ কর্তৃপক্ষর বারবার যোগাযোগ করলে দীর্র্ঘ ১৬ ঘন্টা সময় পর ব্রিজটি মেরামত করে।

এদিকে সীতাকুন্ড-চট্টগ্রাম সড়কে সম্প্রতি রাজনৈতিক সহিংসতায় গাড়ি ভাংচুর ও জালাও পড়াও থেকে রক্ষা পেতে অতিরিক্ত প্রায় একশত কিঃমিঃ পাড়ি দিয়ে ঢাকা-চট্টগ্রামের নাইট কোস রামগড় খাগড়াছড়ি রোডে চলাচল করে যা বর্তমানে ব্রিজটি ভেঙ্গে পড়ায় জনদুর্ভোগ আরো একদাপ বাড়লো।  

ঘটনাস্থলে পুলিশ পাহারায় সন্ধা ৬ টা সড়ক ও জনপদ বিভাগ ব্রিজটি মেরামততের কাজ শুরু করে। এখন সব ধরনের যান চলাচল স্বাভাবিক।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন