রামুতে জাতীয় শোক দিবসে ৩০ বিজিবির খাদ্য বিতরণ ও চিকিৎসা সেবা প্রদান

fec-image

রামুতে বিজিবির উদ্যোগে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার (১৫ আগস্ট) এ উপলক্ষ্যে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর ব্যবস্থাপনায় কালো ব্যাজ ধারন, জাতীয় পতাকা অর্ধনমিত, কোরআন খতম, যোহর নামাজের পর ব্যাটালিয়নের মসজিদে বিশেষ মোনাজাত, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীর উপর আলোচনা সভা এবং প্রদেয় ভাষণ ও আত্মজীবনী নিয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

এছাড়াও রামু এলাকায় গরিব ও দুস্থ পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

অনুষ্ঠানে রামু সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্নেল মো. মেহেদী হোসাইন কবির, রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদসহ সকল অফিসার, জুনিয়র অফিসার ও পদবীর সৈনিক এবং অসামরিক কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন