রামুতে ভোটবক্স নিয়ে ফেরার পথে পুলিশের সাথে সংঘর্ষ : পুলিশসহ ৪ জন গুলিবিদ্ধ

chk_captcha

রামু প্রতিনিধি :
কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নে দারিয়ারদীঘি এলাকার কেন্দ্র থেকে ভোট বাক্স নিয়ে ফেরার পথে পুলিশের সাথে জনতার ধাওয়া-পাল্টায় দুইজন গুলি বিদ্ধ হয়েছেন। শনিবার (৪ জুন) সন্ধ্যায় রামু-মরিচ্যা সড়কের দারিয়ারদীঘি এলাকায় এ ঘটনা ঘটে।

এতে পুলিশ কনষ্টেবল মুবারক, শফিউল ও পরাজিত মেম্বার প্রার্থী ছাব্বির আহমদের ছেলে মিজানুর রহমান (২৭) ও ওই মেম্বারের সমর্থক স্থানীয় জাফর আলমের ছেলে কামাল উদ্দিন (২৭) গুলি বিদ্ধ হয়। গুলিবিদ্ধ চার’জনকেই কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ওই এলাকার আহমদ হোসেন, আবদুল খালেক, সিরাজ খাতুন, মিজান ও জসিম নামে আরো ৫ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

জানা গেছে, ষষ্ঠ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে খুনিয়াপালং ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী ছাব্বির আহমদ অল্প ভোটে হেরে যান। ভোট গণনায় ভুল হয়েছে দাবি করে ছাব্বির আহমদের সমর্থকরা ভোট বাক্স নিয়ে ফেরার পথে প্রিসাইর্ডি অফিসার সহ পুলিশের গাড়িকে বাঁধা দিয়ে মিছিল করে। এসময় মিছিলটি ছত্রভঙ্গ করতে একপর্যায়ে পুলিশ গুলি ছুঁড়ে, এ সময় পুলিশকে পাল্টা গুলি ছুঁড়ে জনতা।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন