রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন ছাত্রদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

রামু প্রতিনিধি:

রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয়ের গৌরবের ১০০ বছর পূর্তি উৎসব উদযাপন উপলক্ষে প্রাক্তন শিক্ষার্থীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৫ এপ্রিল) রাত ৯ টায় শতবর্ষ উৎসব উদযাপন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, বিদ্যালয়ের এসএসসি ১৯৭৭ ব্যাচের ছাত্র, রামু বৌদ্ধ ঐক্য ও কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক তরুণ বড়ুয়া।

শতবর্ষ উদযাপন সমন্বয় কমিটির সদস্যদের সাথে এসএসসি বিভিন্ন ব্যাচের ছাত্রদের নিয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ১৭ ও ১৮ এপ্রিল অনুষ্ঠিতব্য দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসবে অংশগ্রহণ ও সব রকমের সহযোগিতার কথা বলে প্রাক্তন ছাত্ররা বক্তব্য রাখেন।

শতবর্ষ উদযাপন পরিষদ সমন্বয়ক কমিটির সদস্য শাহ আলম কাজলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র নাইক্ষ্যংছড়ি হাজী এম এ কালাম ডিগ্রী কলেজের অধ্যাপক নীলোৎপল বড়ুয়া, এসএসসি ১৯৮৯ ব্যাচের এস এম আবু তাহের, এসএসসি ১৯৯০ ব্যাচের তপন মল্লিক, এসএসসি ১৯৯৫ ব্যাচ ‘প্রজন্ম’র সদস্য মোঃ নুরুল আমিন নান্নু, বজলুচ সাত্তার, নজিবুল আলম, এসএসসি ২০০১ ব্যাচের সমন্বয়ক ডা. পুলক ধর, এসএসসি ২২০২ ব্যাচ ‘মৈত্রী’র সভাপতি মোঃ নুরুল আলম, সাধারণ সম্পাদক খোরশেদ আলম, এসএসসি ২০০৪ ব্যাচের মোঃ ফয়সাল রানা, মাসুদ পাভেজ রামিন, বোরহান মাহমুদ, এসএসসি ২০০৮ ব্যাচ ‘নোঙ্গর’ সদস্য সালাউদ্দিন, আবদুর রহিম সিফাত প্রমুখ।

সভায় জানানো হয়, ইতিমধ্যে গৌরবের ১০০ বছর পূর্তি উৎসব উপলক্ষে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের সংগঠন ‘শতবর্ষ উদযাপন পরিষদ’ বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে। এ উপলক্ষে প্রাক্তন ছাত্র-ছাত্রীদের নাম রেজিস্ট্রেশন কার্যক্রমও শেষ পর্যায়ে রয়েছে। দু’দিনব্যাপী শতবর্ষ উৎসব সফল করতে প্রাক্তন শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন