রোহিঙ্গা নিপীড়নে সমালোচিত মিয়ানমারের সেনাপ্রধানকে সম্মান জানালো থাইল্যান্ড

পার্বত্যনিউজ ডেস্ক:

রাখাইনে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে জাতিগত নিধনযজ্ঞ চালিয়ে সমালোচনার মুখে থাকা মিয়ানমারের সেনাবাহিনীর সেনাপ্রধানকে রাজকীয় খেতাবে ভূষিত করে সম্মাননা জানিয়েছে থাইল্যান্ড। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স মিয়ানমার সেনাপ্রধানের অফিসিয়াল ফেসবুক পেজের বরাতে জানিয়েছে, শুক্রবার মিয়ানমারের সিনিয়র সেনাপ্রধান মিন অং হ্লাংকে ব্যাংককে প্রথম শ্রেণির ‘নাইট গ্র্যান্ড ক্রস’ সম্মাননা প্রদান করা হয়েছে।

মিয়ানমার সেনাপ্রধানের ফেসবুক পাতায় দেওয়া ওই খবরের সঙ্গে দেওয়া একটি ছবিতে থাই সেনাপ্রধান জেনারেল তারনসাইয়ান শ্রীসুয়ানের সঙ্গে মিন অং হ্লাংকে করমর্দন করতে দেখা গেছে।

গত বছরের ২৫ আগস্ট নিরাপত্তা বাহিনীর তল্লাশি চৌকিতে হামলার পর রাখাইনে পূর্ব পরিকল্পিত ও কাঠামোবদ্ধ অভিযান জোরালো করে মিয়ানমার সেনাবাহিনী। বাংলাদেশে পালিয়ে আসতে শুরু করে লাখ লাখ রোহিঙ্গা নাগরিক। জাতিসংঘ ওই অভিযানকে জাতিগত নিধনযজ্ঞের পাঠ্যপুস্তকীয় উদাহরণ বলে মন্তব্য করেছে। বিভিন্ন সংস্থা ওই ঘটনায় খুঁজে পেয়েছে মানবতাবিরোধী অপরাধের আলামত।

রয়টার্সের খবরে বলা হয়েছে, বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ দেশ থাইল্যান্ড বিভিন্ন বন্ধুপ্রতীম দেশের সেনাপ্রধানদের প্রায়শই বিভিন্ন সম্মাননা জানিয়ে থাকে।

থাই সেনাবাহিনীর মুখপাত্র লেফটেনান্ট জেনারেল নোথাপল বোনানগাম বলেন, সামরিক সম্পর্কের কারণে তাকে এই সম্মান জানানো হয়েছে। আমরা পরস্পরের লক্ষ্য সমর্থন এবং সফর বিনিময় করে থাকি। দুই দেশের সেনাবাহিনীর অনেক যৌথ কর্মকাণ্ড রয়েছে। এটা মানবাধিকার থেকে আলাদা ইস্যু।

তবে বার্মা মানবাধিকার নেটওয়ার্কের বলছে, থাইল্যান্ড হ্লাংকে সম্মান জানানোর মধ্য দিয়ে ‘সীমা লঙ্ঘন’ করেছে।

 

সূত্র: বাংলা ট্রিবিউন

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন