লংগদুতে মডেল মসজিদ নির্মাণে অনিয়মের অভিযোগ

fec-image

রাঙামাটির লংগদু মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। মসজিদের কয়েকটি অংশে কংক্রিট খসে পড়ে। ইটের গাঁথুনি বেরিয়ে এসছে। যা নির্মাণকাজে গুরুতর অনিয়মের ইঙ্গিত দিচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, নির্মাণ ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়ম মেনে কাজ করেনি। সরেজমিনে গিয়েও দেখা যায় একই চিত্র।

ঢালাইয়ের পুরুত্বও ৬ ইঞ্চি ধরা থাকলেও সেই কোয়ালিটি ধরে রাখা হয়নি, ফ্লোর ৪ থেকে ৬ ইঞ্চি উচু-নিচু রয়েছে। আবার দোতলা ফ্লোরে দেখা যায় ৪-৫ ইঞ্চি মাঝখানে ডেবে গেছে,যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে আশঙ্কা করছে এলাকাবাসী।

বাইট্টাপাড়া জামে মসজিদের সেক্রেটারি জনাব বাবুল এ ব্যাপারে বলেন, আমরা বিভিন্ন সময়ে বালু, রড, নির্মাণ সামগ্রী এবং ভুল নির্মাণ প্রক্রিয়া নিয়ে সাইট ইঞ্জিনিয়ারকে অভিযোগ দিয়েছি কিন্তু ঠিকাদার কোম্পানির সাইড ইঞ্জিনিয়ার ও গণপূর্ত বিভাগে বারবার অভিযোগ করা হলেও তারা এ ব্যাপারে কোন অভিযোগে আমলে নেয়নি।

মসজিদের ম্যানেজার পলাশের কাছে অনিয়মের ব্যপারে জানতে চাইলে তিনি বলেন এই ফ্লোর আমি আসার আগে হয়েছে তাই এব্যাপারে আমি জানিনা। এমনকি পলাশকে বিভিন্ন অনিয়মের প্রশ্ন করা হলে তিনি মিস্ত্রিদের উপর দায় চাপিয়ে দেন।

অনিয়মের ব্যাপারে গণপূর্ত বিভাগের প্রকৌশলী জানান মসজিদ নির্মাণে আমাদের একজন প্রকৌশলী দায়িত্বরত রয়েছে। এছাড়াও আপানাদের কথা শুনলাম আমরা তদন্ত করে দেখব।

এসব অনিয়মের ব্যপারে ঠিকাদার মোঃ সেলিম   উল্টো এলাকা বাসীর উপর দোষ চাপিয়ে দিয়ে  বলেন যে বার বার অভিযোগের কারণে কাজ ধীর গতিতে হয়েছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: মডেল মসজিদ, রাঙামাটি, লংগদু
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন