লক্ষীছড়িতে ব্র্যাক ও স্বাস্থ্য বিভাগের উদ্যোগে মশারি বিতরণ

laxichhari

লক্ষীছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ি জেলার লক্ষীছড়ি উপজেলায় ব্র্যাক ও স্বাস্থ্য বিভাগের উদ্যোগে ম্যালেরিয়া নিয়ন্ত্রণে কীটনাশকযুক্ত মশারী বিতরণ করা হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার দুপুরে হাসপাতাল এলাকায় লক্ষীছড়ি ইউনিয়নের বুক্যাছাড় গ্রামের উপজাতীয় জনসাধারণের মাঝে এ মশারী বিতরণ করা হয়।

লক্ষীছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মশারী বিতরণ করেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শওকত ওসমান, উপজেলা হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আলাউদ্দিন, ব্র্যাক ম্যানেজার ক্ষেমা প্রু মারমা, স্বাস্থ্য পরিদশক শঙ্খ মিত্র বড়ুয়া উপস্থিত ছিলেন।

ম্যালেরিয়াপ্রবণ এলাকা হিসেবে অগ্রাধিকার ভিত্তিতে উপজেলায় সর্বপ্রথম বুক্যাছড়া এলাকার ৩৪জনকে মশারী দেয়া হয়। জানা যায়, চলতি বছর পুরো উপজেলার ৩টি ইউনিয়নে ১হাজার ৮’শ পরিবারের মাঝে প্রয়োজনীয় সংখ্যক মশারি বিতরণ করা হবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন