লক্ষ্মীছড়িতে আনন্দ উৎসব মুখর পরিবেশে বাজনার তালে তালে প্রতিমা বিসর্জণ

cUPcUR

মোবারক হোসেন, লক্ষ্মীছড়ি:

খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় শ্রী শ্রী ব্রাহ্মময়ী কালী মন্দিরের শারদীয় দূর্গা পূজা বিজয়া দশমীর শেষ দিনে সোমবার দুপুরে আনন্দ উৎসব মুখর পরিবেশে বাজনার তালে তালে প্রতিমা বিসর্জন দেয়া হয়েছে। লক্ষ্মীছড়ি উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয উৎসব শারদীয় দূর্গা পূজা দেবীর দেবীর দোলায় আগমন এবং দেবির গজে গমনের মধ্য দিয়ে বিজয়া দশমীর আনুষ্ঠানিকতা শেষ হয়। উপজেলা সদরে বেলতলী পাড়া এলাকায় পুকুরে প্রতিমা বিসর্জন দেয়া হয়। দুর্গা পূজাকে ঘিরে শত শত মানুষের ঢল নামে মন্দির এলাকায়। লক্ষ্মীছড়ি উপজেলায় পাহাড়ি-বাঙ্গালিসহ সকল মানুষের আগমনে লক্ষ্মীছড়ি কালি মন্দিরে আনন্দের এক ভিন্ন মাত্রা যোগ করে।

পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু অজিত বিকাশ দত্ত ও সাধারন সম্পাদক বাবু উজ্জল কুমার বনিক অতিথিদের স্বাগত জানান। পূজা শান্তিপূর্নভাবে সম্পন্ন করতে উপজেলা প্রশাসন থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। এছাড়াও পুজা প্রঙ্গণে ছিল সেনাবাহিনীর বিশেষ টহল। পুলিশ, আনসার-ভিডিপি সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্ব পালন করে। খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগ সভাপতি বাবু কুজেন্দ্রলাল ত্রিপুরা, ১৬ফিল্ড রেজিমেন্ট আটিলারি লক্ষ্মীছড়ি ভারপ্রাপ্ত জোন কমান্ডার মেজর কাজি মাহমুদুন্নবী পূজা মন্ডপ পুরিদর্শণ করেন।

এছাড়াও জেলা বিএনপির পক্ষ হতে পার্বত্য হিন্দু উন্নয়ন সংসদ নেতৃবৃন্দ পুজা মন্ডপ পরিদর্শন করেন। এলাকার জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ পূজা মন্ডপে গিয়ে সার্বক্ষনিক খোঁজ খবর নেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন