লক্ষ্মীছড়িতে জাতীয় সমবায় ও যুব দিবস উদযাপন

PRPcRcc

স্টাফ রিপোর্টার : 

খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় ৪৩তম জাতীয় সমবায় ও যুব দিবস পালিত হয়েছে। শনিবার এই দিন দিবসটি পালন উপলক্ষে উপজেলা পরিষদ, প্রশাসন, যুব ও সমবায় বিভাগ যৌথভাবে নানা কর্মসূচীর আয়োজন করে। সকাল সাড়ে ১১টায় আনুষ্ঠানিকভাবে জাতীয় সঙ্গীত পরিবেশরে মধ্য দিয়ে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। পরে একটি সমবায় র‌্যালী বের করা হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন লক্ষ্মীছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শওকত ওসমান। উপজেলা সমবায় কর্মকর্তা রমা রানী দাশ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান অংগ্য প্রু মার্মা। এছাড়াও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মামুন মজুমদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সারওয়ার ইউসুফ জামাল, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: বিল্লাল হোসেন ব্যাপারী, সাংবাদিক মো: মোবারক হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রশদি মোল্লা, ইউসিসিএ লি: চেয়ারম্যান নিলবর্ণ চাকমা, প্রশিক্ষিত আর্থস্বাবলম্বী যুবক মকবুল আহমেদ, সমবায় সমিতির পক্ষ হতে মজিবুর রহমান, জাহাঙ্গীর হোসেন প্রমূখ বক্তব্য রাখেন।

চলতি বছর লক্ষ্মীছড়ি উপজেলায় শ্রেষ্ঠ সমিতি লক্ষ্মীছড়ি বাজার শ্রমিক সমবায় সমিতি এবং শ্রেষ্ঠ সমবায়ী হিসেবে পুরষ্কার গ্রহণ করেন উক্ত সমিতির সভাপতি মো: মজিবুর রহমান গাজি। এদিকে জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে এক র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে যুব ঋণের চেক বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমা।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন